হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে স্ট্যাটাস বিজ্ঞাপন ও প্রমোটেড চ্যানেল
হোয়াটসঅ্যাপে লিখিত বা অডিও বার্তা পাঠানোর পাশাপাশি নিয়মিত স্ট্যাটাস দেন অনেকেই। ফেসবুক ও ইনস্টাগ্রামের স্টোরিজ–সুবিধার মতো ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ায় ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। আর তাই এবার নিজেদের আয় বাড়াতে হোয়াটসঅ্যাপে ‘স্ট্যাটাস বিজ্ঞাপন’ ও ‘প্রমোটেড চ্যানেল’ নামে দুটি নতুন সুবিধা যুক্ত করছে মেটা।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, এরই মধ্যে অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে ‘স্ট্যাটাস বিজ্ঞাপন’ ও ‘প্রমোটেড চ্যানেল’–সুবিধা যুক্ত করা হয়েছে। ফলে সীমিতসংখ্যক ব্যবহারকারী সুবিধাগুলো ব্যবহারের সুযোগ পাচ্ছেন। স্ট্যাটাস বিজ্ঞাপন সুবিধার মাধ্যমে হোয়াটসঅ্যাপে বন্ধু বা পরিচিতজনের স্ট্যাটাসের মাঝে বিভিন্ন কনটেন্টের (আধেয়) বিজ্ঞাপন দেখা যাবে। প্রতিটি বিজ্ঞাপন স্পষ্টভাবে ‘স্পনসরড’ হিসেবে চিহ্নিত থাকবে, যাতে ব্যক্তিগত ও প্রচারমূলক স্ট্যাটাসের পার্থক্য বোঝা যায়।
প্রমোটেড চ্যানেল–সুবিধা মূলত হোয়াটসঅ্যাপের পাবলিক চ্যানেলগুলোকে অন্য ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে সহায়তা করবে। যেসব ব্যবসা বা কনটেন্ট নির্মাতা অর্থ ব্যয় করে চ্যানেল প্রমোট করবেন, তাঁদের চ্যানেল হোয়াটসঅ্যাপ ডিরেক্টরিতে শীর্ষে থাকবে এবং ‘স্পনসরড’ ট্যাগযুক্ত হিসেবে প্রদর্শিত হবে। এতে অর্গানিক উপায়ে দ্রুত চ্যানেলের প্রচারণা চালানো যাবে।
ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ দূর করতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই বিজ্ঞাপনগুলো কেবল স্ট্যাটাস ও চ্যানেলের মতো পাবলিক অংশেই সীমাবদ্ধ থাকবে। ব্যক্তিগত বার্তা বা চ্যাটের মধ্যে কোনো ধরনের বিজ্ঞাপন দেখানো হবে না।
সূত্র: ইন্ডিয়া টুডে