মনের কথা জানাবে যন্ত্র
প্রেয়সীর মনের কথা পড়ার কৌশল জানতে কত হাজার বছর ধরে রোমিওরা লড়াই করছেন। তবে চাইলেই কী সহজে কারও মনের কথা, মস্তিষ্কের ভাবনা জানা যায়? যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির (ক্যালটেক) গবেষকেরা এমন একটি যন্ত্র তৈরি করেছেন, যা মানুষের মস্তিষ্কের সংকেত পর্যালোচনা করে মনের কথা জানাতে পারে।
নতুন এই যন্ত্র বাক্প্রতিবন্ধীদের জন্য যোগাযোগে নতুন সুযোগ তৈরি করতে পারে। দীর্ঘদিনের গবেষণায় ক্যালটেকের গবেষকেরা একটি মস্তিষ্ক ও কম্পিউটারের সঙ্গে সংযোগ স্থাপনের ইন্টারফেস তৈরি করেছেন। গবেষকদের দাবি, যন্ত্রটি প্রায় ৭৯ শতাংশ নির্ভুল ও তাৎক্ষণিকভাবে মানুষের মনের কথা অনুবাদ করে জানাতে পারে। এ বিষয়ে একটি গবেষণাপত্র নেচার হিউম্যান বিহেবিয়ার জার্নালে প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, এই যন্ত্র ব্যবহারের জন্য গবেষকেরা মস্তিষ্কের সুপারমার্জিনাল গাইরাসে ক্ষুদ্র ইলেকট্রোড স্থাপন করেন। ইলেকট্রোড মস্তিষ্কের কার্যকলাপের কারণে উৎপন্ন বৈদ্যুতিক সংকেত ধারণ করে। সেই সংকেত কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে অনুবাদ করা হয়। প্রোগ্রামটি মানুষের চিন্তাভাবনা ও বিভিন্ন শব্দের সঙ্গে যুক্ত নির্দিষ্ট ধরন চিনতে পারে।
নতুন যন্ত্রকে ব্রেন-মেশিন ইন্টারফেস বলা হচ্ছে। ২০২২ সালে যন্ত্রটি একজন রোগীর মাথায় সফলভাবে স্থাপন করা হয়। সম্প্রতি নতুন আরেকজন রোগীর ওপর যন্ত্রটির কার্যকারিতা পরখ করা হচ্ছে। এ বিষয়ে বিজ্ঞানী রিচার্ড অ্যান্ডারসন বলেন, ‘আমরা গবেষণার ফলাফল নিয়ে বেশ আগ্রহী। আমরা প্রথমবারের ফলাফল ও দ্বিতীয়বারের ফলাফলের মধ্যে মিল পাচ্ছি। যাদের কথা বলার জড়তা আছে, সেসব রোগীদের বিভিন্ন উপায়ে সাহায্য করার জন্য যন্ত্রটি ব্যবহারের সুযোগ আছে। আমরা রোবোটিক হাত নিয়ন্ত্রণ নিয়ে এখনো কাজ করছি।’
সূত্র: ইন্ডিয়া টুডে ও ক্যালটেক