তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন উদ্ভাবন ও পণ্য প্রযুক্তিপ্রেমীদের কাছে তুলে ধরতে যৌথভাবে ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো’ প্রদর্শনীর আয়োজন করবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ, বাংলাদেশ হাই–টেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।
১৬ নভেম্বর থেকে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, যশোর, রাজশাহী ও রংপুরে পর্যায়ক্রমে তথ্যপ্রযুক্তিভিত্তিক এ প্রদর্শনী আয়োজন করা হবে।
গতকাল বুধবার প্রদর্শনীর সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে রাজধানীর একটি হোটেলে ‘মিট অ্যান্ড গ্রিট’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম। উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, বিসিএস সভাপতি সুব্রত সরকার প্রমুখ।