টিকটকে গোপনীয়তা বজায় রাখার সবচেয়ে সহজ উপায় হলো অ্যাকাউন্টকে প্রাইভেট বা ব্যক্তিগত করা। ফলে সবাই আপনার প্রোফাইল এবং ভিডিও দেখতে পারবেন না। অ্যাকাউন্ট প্রাইভেট করতে পেজের নিচে নেভি বার থেকে প্রোফাইলে যেতে হবে। এবার ওপরের ডান দিকে থাকা তিনটি ড্যাশ মেনুতে ট্যাপ করতে হবে। এরপর সেটিংস এবং প্রাইভেসি নির্বাচন করে প্রাইভেসি অপশন থেকে প্রাইভেট অ্যাকাউন্ট টগলটি চালু করলেই অ্যাকাউন্টকে প্রাইভেট হয়ে যাবে।