১৬ বছরে স্টার টেক

অনুষ্ঠানে স্টার টেকের চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূঁইয়া (বাম দিক থেকে তৃতীয়)সংগৃহীত

১৬ বছর পার করল কম্পিউটার ও প্রযুক্তিপণ্যের বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক। এ উপলক্ষে আজ বুধবার স্টার টেকের প্রধান কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূঁইয়া। এ সময় ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ জাহেদ আলী ভূঁইয়াসহ অন্যান্য পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য বাজারজাত এবং বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করায় স্টার টেক ক্রেতাদের আস্থা অর্জন করেছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্টার টেক।

বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে পূর্তি উৎসব আয়োজনের পাশাপাশি অ্যাপ ও হটলাইন নম্বর চালু করেছে স্টার টেক। অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমনির্ভর অ্যাপটি কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটির বাজারজাত করা পণ্যগুলোর হালনাগাদ তথ্য জানা যাবে।