জেনিফার লোপেজের কারণেই কি গুগল ইমেজেস চালু হয়েছিল

গুগল ইমেজেসছবি: উইকিমিডিয়া

অনলাইনে ছবি খোঁজার জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ইমেজেস। এই সার্চ ইঞ্জিন চালুর পেছনে কিন্তু বেশ মজার ইতিহাস রয়েছে। ২০০০ সালে গুগলের বিভিন্ন অনুসন্ধান ফলাফল লিঙ্কসহ সাধারণ পৃষ্ঠায় দেখানো হতো। সেই সময় গুগলের সবচেয়ে আলোচিত সার্চ করা একটি বিষয় ছিল ‘২০০০ সালের ফেব্রুয়ারিতে জেনিফার লোপেজের সবুজ ভার্সেস পোশাক’। জেনিফার লোপেজের পোশাক নিয়ে ব্যবহারকারীদের সার্চ করার আগ্রহ দেখে গুগল ছবি খোঁজার সার্চ ইঞ্জিন তৈরির উদ্যোগ নেয়। প্রতিষ্ঠানটির প্রকৌশলী হুইকান ঝুক ও পণ্য ব্যবস্থাপক সুসান ওয়াজসিকিকে এ দায়িত্ব দেওয়া হয়। ব্যবহারকারীদের আগ্রহের কারণে ২০০১ সালের জুলাই মাসে গুগল ইমেজেস চালু করে গুগল।

২০০১ সালের মধ্যে গুগল ২৫ কোটির বেশি ছবি গুগল ইমেজেসে যুক্ত করে। ২০০৫ সালে ছবি সংখ্যা দাঁড়ায় প্রায় ১০০ কোটি। ২০০৭ সালে গুগল ইমেজেসের ইন্টারফেস হালনাগাদ করা হয়। ২০১০ সালে প্রায় ১ হাজার কোটি ছবি যুক্ত করা হয় গুগল ইমেজেস।