মেসেজেস অ্যাপের গ্রুপ চ্যাটের বার্তা জানবে না কেউ
অ্যান্ড্রয়েড ফোনে থাকা খুদে বার্তা পাঠানোর অ্যাপ মেসেজেসের গ্রুপ চ্যাট অপশনে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ সুবিধা চালু করছে গুগল। এ সুবিধা চালু হলে মেসেজেস অ্যাপ থেকে এনক্রিপশন বা বিশেষ কোডের মাধ্যমে একাধিক ব্যক্তিকে একই বার্তা পাঠানো যাবে। প্রাপকদের কাছে পৌঁছানোর পর কোডযুক্ত বার্তা সাধারণ বার্তায় পরিণত হবে। ফলে নির্দিষ্ট ব্যক্তিরা ছাড়া অন্য কেউ বার্তায় থাকা তথ্য জানতে পারবেন না।
মেসেজেস অ্যাপের গ্রুপ চ্যাট অপশনে এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধার কার্যকারিতা পরীক্ষাও শুরু করেছে গুগল। অ্যান্ড্রয়েড মেসেজেস হেল্প সেন্টারে নিবন্ধন করে উন্মুক্ত হওয়ার আগেই সুবিধাটি পরখ করা যাবে বলে জানিয়েছে গুগল।
উল্লেখ্য, বর্তমানে কেবল দুজন ব্যবহারকারীর মধ্যে বার্তা আদান-প্রদানের সময় এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে থাকে মেসেজেস অ্যাপ। গ্রুপ চ্যাটে এ সুবিধা না থাকায় বার্তার নিরাপত্তা নিয়ে অনেকেই উদ্বিগ্ন থাকেন। ফলে নতুন এ সুবিধা চালু হলে মেসেজেস অ্যাপে লেনদেন করা সব বার্তাই এনক্রিপশন আকারে পাঠানো যাবে।
সূত্র: জেডডিনেট