ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে স্মার্ট আইসিটি উৎসব

স্মার্ট আইসিটি ফেস্টে দর্শনার্থীরাসংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) চত্বরে চলছে স্মার্ট আইসিটি ফেস্ট। শিক্ষার্থীদের এক্সট্রিম, এডি ফায়ার, কোরসায়ার, জিওন ও মিব্রো ব্র্যান্ডের বিভিন্ন প্রযুক্তিপণ্যের সঙ্গে পরিচিত করাতে দুই দিনের এ প্রযুক্তি উৎসবের আয়োজন করেছে কম্পিউটার ও প্রযুক্তিপণ্যের বিক্রেতা প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস। আজ রোববার শুরু হওয়া এ আয়োজন চলবে আগামীকাল সোমবার পর্যন্ত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্মার্ট টেকনোলজিস জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ উৎসব থেকে বিশেষ মূল্যছাড়ে পণ্যের আগাম ফরমাশ দিতে পারবেন। হালনাগাদ মডেলের প্রযুক্তিপণ্য পরখ করার পাশাপাশি কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগও রয়েছে।