নিরাপত্তা ত্রুটির কারণে প্রায় সব উইন্ডোজ ব্যবহারকারীই ঝুঁকিতে রয়েছেনএএফপি

উইন্ডোজ অপারেটিং সিস্টেমসহ মাইক্রোসফটের বিভিন্ন সফটওয়্যার ও প্রযুক্তিতে নিরাপত্তা ত্রুটি রয়েছে বলে ব্যবহারকারীদের সতর্ক করেছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন)। সংস্থাটির মতে, সন্ধান পাওয়া ত্রুটিগুলোর মধ্যে বেশ কয়েকটি ভয়ংকর। এসব ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা চাইলেই কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরির পাশাপাশি সাইবার হামলা চালাতে পারে।

সিইআরটি-ইনের তথ্যমতে, উইন্ডোজসহ মাইক্রোসফটের অফিস, ডায়নামিকস, ব্রাউজার, এক্সচেঞ্জ সার্ভার, ব্রাউজার, সিস্টেম সেন্টার, ডেভেলপার টুলসসহ বিভিন্ন প্রযুক্তিতে ৪৯টি নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে। ত্রুটিগুলো কাজে লাগিয়ে যন্ত্রের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে সাইবার হামলা চালানো সম্ভব। এমনকি দূর থেকে কোড পাঠিয়ে কম্পিউটার থেকে তথ্য চুরির পাশাপাশি ডেনিয়েল অব সার্ভিস (ডিওএস) হামলা চালাতে পারে হ্যাকাররা।

আরও পড়ুন

উইনরার ব্যবহারকারীদের জরুরি নিরাপত্তা সতর্কতা

জানা গেছে, এসব নিরাপত্তা ত্রুটির কারণে প্রায় সব উইন্ডোজ ব্যবহারকারীই নিরাপত্তাঝুঁকিতে রয়েছেন। আর তাই নিরাপদ থাকতে উইন্ডোজসহ মাইক্রোসফটের বিভিন্ন সফটওয়্যার ও প্রযুক্তির হালনাগাদ নিরাপত্তা প্যাচ ব্যবহারের পরামর্শ দিয়েছে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম।
সূত্র: গ্যাজেটস নাউ

আরও পড়ুন

উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ