অ্যাপলের এয়ারড্রপ সুবিধা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কি সত্যিই কাজ করবে

নিজেদের এয়ারড্রপ সুবিধা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্যও উন্মুক্ত করতে পারে অ্যাপলঅ্যাপল

আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোনের বেশ কিছু সুবিধা ব্যবহার করা যায় না অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে। আবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের বিভিন্ন সুবিধা ব্যবহার করা যায় না আইফোনে। এমনকি অপারেটিং সিস্টেমে ভিন্নতা থাকায় অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও আইফোনের চার্জারের মধ্যেও পার্থক্য রয়েছে। এ সমস্যা সমাধানে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে সব ধরনের প্রযুক্তিপণ্যে একই ধরনের ইউএসবি-সি পোর্টের চার্জার ব্যবহার করতে বাধ্য করা হয়েছে সব প্রযুক্তিপ্রতিষ্ঠানকে। এর ফলে বেশ চাপে পড়েছে অ্যাপল।

অ্যাপলসহ বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠানকে আরও চাপে ফেলতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নতুন প্রযুক্তি নীতিমালার খসড়া প্রকাশ করেছে। এ নীতিমালার আওতায় নিজেদের তৈরি সুরক্ষিত ফাইল শেয়ারিং সুবিধা ‘এয়ারড্রপ’সহ বিভিন্ন প্রযুক্তি সুবিধা অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা সব যন্ত্রের জন্য উন্মুক্ত করতে হবে অ্যাপলকে।

ইউরোপীয় ইউনিয়নের নতুন প্রযুক্তি নীতিমালার আওতায় প্রযুক্তি কোম্পানিগুলোকে তাদের সেবা আরও ইন্টারঅপারেবিলিটি বা আন্তসংযোগযোগ্য করার আহ্বান জানানো হয়েছে। এর আওতায় অ্যাপল, গুগল ও মাইক্রোসফটের মতো বড় প্রতিষ্ঠানগুলোকে তাদের নিজস্ব সুবিধাগুলো ভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার উপযোগী করার জন্য বাধ্য করা হবে। বিভিন্ন অপারেটিং সিস্টেমে চলা প্রযুক্তিপণ্যগুলোয় নির্বিঘ্নে ফাইল আদান-প্রদানের সুযোগ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন না পেলেও এ বছরের মধ্যেই কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে অ্যাপলের এয়ারড্রপ সুবিধাটি আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটারের পাশাপাশি ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ও উইন্ডোজের মতো অন্য প্ল্যাটফর্মেও ব্যবহার করা যাবে। ফলে ব্যবহারকারীরা সরাসরি আইফোন থেকে অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন ও কম্পিউটারে ফাইল, ছবি, লিংক ও গান পাঠাতে পারবেন।

অ্যাপল বরাবরই ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তা ও সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে থাকে। অ্যাপলের দাবি, মেটা ও গুগলের মতো প্ল্যাটফর্মের তুলনামূলক দুর্বল নিরাপত্তাব্যবস্থার কারণে অ্যাপল পণ্যের ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে।
সূত্র: নিউজ ১৮ ডটকম