সিস্টেম ৩৬০ কম্পিউটার সিস্টেমের ঘোষণা দিল আইবিএম

ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশন তাদের ‘সিস্টেম ৩৬০’ মেইনফ্রেম কম্পিউটার স্থাপত্যশৈলীর ঘোষণা দেয়। আইবিএমের সর্বকালের সবচেয়ে সফল এই কম্পিউটার সিস্টেমের পাঁচটি নতুন মডেলের ঘোষণা একসঙ্গে দেওয়া হয়।

আইবিএম সিস্টেম/৩৬০ মডেল-৩০ কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ)। কম্পিউটার হিস্ট্রি মিউজিয়ামেউইকিমিডিয়া

৭ এপ্রিল ১৯৬৪
সিস্টেম ৩৬০ কম্পিউটারের ঘোষণা দিল আইবিএম
ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশন তাদের ‘সিস্টেম ৩৬০’ মেইনফ্রেম কম্পিউটার স্থাপত্যশৈলীর ঘোষণা দেয়। আইবিএমের সর্বকালের সবচেয়ে সফল এই কম্পিউটার সিস্টেমের পাঁচটি নতুন মডেলের ঘোষণা একসঙ্গে দেওয়া হয়। একে ৩৬০ বলার কারণ হলো, সম্ভাব্য সব ধরনের আকার ও সব শ্রেণির গ্রাহকের জন্য কম্পিউটারগুলো চলত একই রকমের একটি সফটওয়্যার দিয়ে। ৩৬০ পরিবারের যন্ত্রগুলো আইবিএমকে বাড়তি ১০ হাজার কোটি মার্কিন ডলার রাজস্ব এনে দিয়েছিল।

আইবিএম সিস্টেম/৩৬০ মডেল-২০ কম্পিউটারের সিপিইউ ও আইবিএম ২৫৬০ মাল্টি-ফাংশন কার্ড মেশিন
উইকিমিডিয়া

পাঁচ বছর দারুণভাবে উন্নয়ন করার পর ৩০, ৪০, ৫০, ৬০/৬২ ও ৭০ মডেলগুলোর সহায়ক ১৫০টি পণ্য বাজারে আসে। আইবিএম গর্বের সঙ্গে বলতে শুরু করে যে ৩৬০ সিস্টেমের একটি মডেলের জন্য লেখা সফটওয়্যার সব মডেলেই দারুণভাবে চলে। এই সুবিধা গ্রাহকদের কম্পিউটারের সক্ষমতা বাড়াতে বা কমাতে সাহায্য করে সফটওয়্যারের জন্য বাড়তি কোনো বিনিয়োগ না করেই। ৩৬০-এর আগে আইবিএমের সাতটি একক মেইনফ্রেম কম্পিউটারে সফটওয়্যারজনিত সমস্যা বেশ প্রকট ছিল।

গত শতকের ষাটের দশকে সিস্টেম/৩৬০-এর সফলতার কারণে বাজারের ৬৫ শতাংশই ছিল আইবিএমের দখলে।

১৯৬৫ সালে কম্পিউটার বিভিন্ন মেইনফ্রেম নির্মাতার বাজারে অংশীদারত্ব ছিল—
আইবিএম: ৬৫.৩%
স্পেরি র‌্যান্ড (সাবেক রেমিংটন র‌্যান্ড): ১২.১%
কন্ট্রোল ডেটা করপোরেশন: ৫.৪%
হানিওয়েল (রেথিওনের সাবেক বিভাগ): ৩.৮%
বারোজ: ৩.৫%
জেনারেল ইলেকট্রিক: ৩.৪%
আরসিএ: ২.৯%
এনসিআর (ন্যাশনাল ক্যাশ রেজিস্টার): ২.৯%
ফিলকো: ০.৭%