কম্পিউটারের রিস্টার্ট যখন শুরু হলো

রিস্টার্ট বাটনছবি: সংগৃহীত

যাঁরা কম্পিউটার ব্যবহার করেন, তাঁরা কম্পিউটার–সংক্রান্ত সমস্যায় পড়লেই রিস্টার্ট বাটনে চাপ দেন। ১৯৯০ দশক থেকে যাঁরা কম্পিউটার ব্যবহার করছেন, তাঁদের কাছে কম্পিউটারের রিস্টার্ট বাটন বেশ পরিচিত। যখন কম্পিউটার ধীরগতিতে কাজ করে বা হ্যাং হয়ে যায়, তখনই আমরা রিস্টার্ট বাটন চাপি।

কম্পিউটারকে প্রথম চালু করার প্রক্রিয়াকে প্রযুক্তির ভাষায় বুটিং বলা হয়। এ শব্দটি এসেছে ইংরেজি বুটস্ট্র্যাপ। প্রথম দিকের বিভিন্ন কম্পিউটারের মধ্যে কোনো অপারেটিং সিস্টেম ছাড়াই চালু করা হতো। কম্পিউটার–দুনিয়ায় বুটস্ট্র্যাপ ১৯৫০ দশকে রূপক হিসেবে ব্যবহৃত হয়। কম্পিউটারে তখন বুটস্ট্র্যাপ বোতাম টিপলে ইনপুট ইউনিট থেকে একটি হার্ডওয়্যার প্রোগ্রাম বুটস্ট্র্যাপ প্রোগ্রাম পড়তে শুরু করে। তখন কম্পিউটার বুটস্ট্র্যাপ প্রোগ্রাম কার্যকর করে, যার ফলে কম্পিউটার আরও প্রোগ্রাম নির্দেশাবলি পড়তে শুরু করে। পুরো কাজটি একটি স্বয়ংসম্পূর্ণ প্রক্রিয়ায় হয়। ম্যানুয়ালি প্রবেশ করানো নির্দেশাবলির বাইরের সাহায্য ছাড়াই এগিয়ে যায় কম্পিউটারের কাজ। একটি কম্পিউটিং শব্দ হিসেবে বুটস্ট্র্যাপ ১৯৫৩ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে।

উইন্ডোজ কম্পিউটারের রিস্টার্ট বাটন
ছবি: সংগৃহীত

১৯৫৯ সালে বাজারে আসা আইবিএম ১৪০১ ছিল প্রথম দিকের আধুনিক কম্পিউটার। তখন কম্পিউটারে পাঞ্চ কার্ডের মাধ্যমে কমান্ড দেওয়া হতো। এসব পাঞ্চ কার্ডকে বুটস্ট্র্যাপ কার্ডস বলা হয়। সেখান থেকে বুটিং শব্দটির ব্যবহার শুরু হয়। এসব কম্পিউটারে একটি স্টার্ট বাটন চাপলে কম্পিউটার একটি নির্দিষ্ট কমান্ড কার্যকর করতে পারত।

যখন একটি চলমান কম্পিউটার সিস্টেমে কোনো সমস্যা দেখা দিত, তখন তা আবার চালু করার প্রয়োজন হলে, তাকে রিবুটিং বলা হতো। একবার চালু হওয়ার পর, মানে বুট হওয়ার পর আবার তাকে চালু করাকে রিবুটিং বলা হতো। প্রথম দিকের কম্পিউটার ছিল বিশাল আর জটিল। নানা সমস্যার কারণে বারবার বুটিং বা কম্পিউটার চালু করতে হতো। অনেক সময় একটি প্রোগ্রামের ত্রুটি পুরো সিস্টেমকে অকেজো বা অস্থিতিশীল করে দিত। রিবুট করার মাধ্যমে ত্রুটিপূর্ণ প্রোগ্রাম বন্ধ করে আবার কম্পিউটার চালু করতেন প্রকৌশলীরা। প্রথম দিকে কোল্ড রিবুট ও হার্ড রিবুট ধারণা দেখা যায়। বিদ্যুৎ–সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে আবার চালু করাকে কোল্ড রিবুট বলা হতো। অনেকটা আমাদের কম্পিউটার বা ল্যাপটপের পাওয়ার বাটন চেপে কম্পিউটার বন্ধ করে চালু করার মতো।

পরবর্তী সময়ে মাইক্রোসফট উইন্ডোজ ও লিনাক্স অপারেটিং সিস্টেম রিবুট বিষয়কে রিস্টার্ট শব্দ হিসেবে জনপ্রিয় করা শুরু করে। মাইক্রোসফট উইন্ডোজের জনপ্রিয়তার সঙ্গে স্টার্ট মেনু থেকে রিস্টার্ট অপশনটি সবার কাছে সহজলভ্য হয়ে ওঠে।

সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডট অর্গ