কম্পিউটার অপারেটিং সিস্টেম দেখানো হলো

১৯৫৫ সালের ৯ মার্চ ডগলাস রস ওয়ার্লউইন্ডে ‘ডিরেক্টর’ নামে একটি প্রোগ্রাম প্রদর্শন করেন। ডিরেক্টরকে প্রাথমিক অপারেটিং সিস্টেম হিসেবে ধরা হয়।

ওয়ার্লউইন্ড কম্পিউটারের ম্যাগনেটিক কোর মেমোরিউইকিমিডিয়া

৯ মার্চ ১৯৫৫
কম্পিউটারের অপারেটিং সিস্টেম দেখানো হলো
দ্য এমআইটি সার্ভোমেকানিজমস ল্যাবরেটরি প্রথমবারের মতো ওয়ার্লউইন্ড কম্পিউটারের সাহায্যে ডিজিটাল ফায়ার কন্ট্রোলের ওপর সিম্পোজিয়ামের আয়োজন করে। সিম্পোজিয়ামের দ্বিতীয় দিন ১৯৫৫ সালের ৯ মার্চ প্রকল্পের প্রধান ডগলাস রস ওয়ার্লউইন্ডে ‘ডিরেক্টর’ নামে একটি প্রোগ্রাম প্রদর্শন করেন। মেমোরি, স্টোরেজ ও প্রিন্টের সুবিধাসহ কম্পিউটার চালাতে ও নিয়ন্ত্রণে সক্ষম ডিরেক্টরকে প্রাথমিক অপারেটিং সিস্টেম হিসেবে ধরা হয়। বড় আকারের ইলেকট্রনিক প্রোগ্রাম সংরক্ষণ করার সুবিধাসহ ভ্যাকুয়াম টিউব কম্পিউটার ছিল ওয়ার্লউইন্ড। এটি ইউএস নেভির ফ্লাইট সিম্যুলেটর হিসেবে কাজ করার জন্য এর নকশা করা হয়েছিল।

পাওয়ারপিসি চিপ
কম্পিউটার হিস্ট্রি ডট ওআরজি

৯ মার্চ ১৯৯৩
নতুন চিপ প্রযুক্তির প্রচারণা বড় বড় কম্পিউটার কোম্পানির জোট
অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড, মটোরোলা ইনকরপোরেটেড, আইবিএম করপোরেশন ও আরও চারটি কম্পিউটার নির্মাতাপ্রতিষ্ঠান মিলে পাওয়ারওপেন অ্যাসোসিয়েশন ইনকরপোরটেড নামে একটি জোট গঠন করে। এর উদ্দেশ্য ছিল পরবর্তী প্রজন্মের পারসোনাল কম্পিউটার তৈরির প্রস্তুতি হিসেবে নতুন কম্পিউটার চিপ প্রযুক্তির উন্নয়ন ও প্রচার করা। পাওয়ারওপেন পরিবেশের সঙ্গে নতুন প্রযুক্তির চিপ কতটা সামঞ্জস্যপূর্ণ সেই পরীক্ষাও করে এই অ্যাসোসিয়েশন। এই উদ্যোগ থেকে অ্যাপলের পাওয়ার পিসির মতো কম্পিউটার তৈরি হয়।