হোয়াটসঅ্যাপে অপরিচিত ব্যক্তিদের বার্তা স্বয়ংক্রিয়ভাবে ব্লক করা যাবে

অপরিচিত ব্যক্তিদের বার্তা স্বয়ংক্রিয়ভাবে ব্লক করা সুবিধা পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপপেক্সেলস

তাৎক্ষণিক বার্তা বিনিময়ের প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহার করে অনেকেই নিয়মিত বার্তা আদান–প্রদান করে থাকেন। তবে কখনো কখনো অপরিচিত ব্যক্তিরা হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে বিরক্তিকর পরিস্থিতি তৈরি করে। ফলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকারও হন কেউ কেউ। বর্তমানে অপরিচিত ব্যক্তিদের পাঠানো অনাকাঙ্ক্ষিত বার্তা প্রেরকের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপের কাছে অভিযোগ করা গেলেও এবার বার্তা আসার আগেই ব্লক করার সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

অপরিচিত ব্যক্তিদের বার্তা স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার সুবিধা এরই মধ্যে হোয়াটসঅ্যাপের ২.২৪.১৭.২৪ বেটা সংস্করণে যুক্ত করা হয়েছে। ফলে নির্দিষ্ট ব্যবহারকারীরা এরই মধ্যে সুবিধাটির কার্যকারিতা পরখ করতে পারছেন। তবে কবে নাগাদ সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি হোয়াটসঅ্যাপ।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, নতুন এ সুবিধা চালু হলে স্বয়ংক্রিয়ভাবে অপরিচিত ব্যক্তিদের পাঠানো বার্তা ব্লক করা যাবে। ফলে ব্যবহারকারীরা বর্তমানের তুলনায় স্বচ্ছন্দে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। সেটিংস থেকে প্রাইভেসি অপশনে প্রবেশ করে ম্যানুয়ালি এ সুবিধা চালু করতে হবে। ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় এ সুবিধা বন্ধ রাখতে পারবেন।

সূত্র: নিউজ১৮ ডটকম

আরও পড়ুন