হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা আসছে

হোয়াটসঅ্যাপছবি: রয়টার্স

নিজেদের প্রয়োজন অনুযায়ী পছন্দের বার্তাগুলো সাজিয়ে রাখার জন্য নতুন সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ‘চ্যাট ফিল্টার’ নামের এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপে আদান-প্রদান করা বার্তাগুলো বাছাই করে ‘ফেবারিট’ ও ‘আনরিড’ ট্যাবে আলাদা করে রাখা যাবে। বর্তমানে এ সুবিধার কার্যকারিতা নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর পরখ করা হচ্ছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফো।

ডব্লিউএবেটাইনফোর তথ্যমতে, চ্যাট ফিল্টার নামের অপশনটি এরই মধ্যে হোয়াটসঅ্যাপের টেস্টফ্লাইট বেটা সংস্করণে যুক্ত করা হয়েছে। চ্যাট ফিল্টার অপশনে আলাদাভাবে বার্তা সংরক্ষণ করার কারণে ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় বার্তাগুলো খুঁজে পাবেন। এর পাশাপাশি অন্যদের পাঠানো না পড়া বার্তাগুলো অবসর সময়ে একসঙ্গে পড়তে পারবেন। নতুন এ সুবিধা হোয়াটসঅ্যাপের পরবর্তী সংস্করণে উন্মুক্ত করা হতে পারে।

উল্লেখ্য, চ্যাট ফিল্টার সুবিধা ছাড়াও ব্যবহারকারীদের প্রোফাইল ছবির স্ক্রিনশট নেওয়া বন্ধে নতুন টুল চালুর জন্য কাজ করছে হোয়াটসঅ্যাপ। টুলটি চালু হলে কেউ অন্যদের হোয়াটসঅ্যাপ প্রোফাইলে থাকা ছবির স্ক্রিনশট নিতে গেলেই ‘ক্যান্ট টেক আ স্ক্রিনশট ডিউ টু অ্যাপ রেস্ট্রিকশন’ লেখা বার্তা দেখতে পারবেন। ফলে গোপনে অন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্রোফাইল ছবির স্ক্রিনশট নেওয়া যাবে না।
সূত্র: ইন্ডিয়া টুডে