ল্যাপটপের ব্যাটারির ক্ষমতা বাড়াতে উইন্ডোজে যুক্ত হচ্ছে নতুন সুবিধা
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য ‘অ্যাডাপটিভ এনার্জি সেভার’ সুবিধা চালু করছে মাইক্রোসফট। নতুন সুবিধাটি ল্যাপটপের কাজের ধরন বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে চালু বা বন্ধ হবে। ফলে ল্যাপটপের ব্যাটারির স্থায়িত্ব বর্তমানের তুলনায় বাড়বে বলে জানিয়েছে মাইক্রোসফট।
বর্তমানে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে প্রচলিত এনার্জি সেভার মোড চালু হলে স্বয়ংক্রিয়ভাবে পর্দার উজ্জ্বলতা ৩০ শতাংশ পর্যন্ত কমে যাওয়ার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে চালু থাকা অ্যাপ এবং গ্রাফিক্যাল ইফেক্ট বন্ধ হয়ে যায়। এ ছাড়া অপ্রয়োজনীয় উইন্ডোজ আপডেট কার্যক্রমও বন্ধ হয়ে যায়। ফলে ব্যাটারি খরচ কম হয়। তবে নতুন অ্যাডাপটিভ এনার্জি সেভার সুবিধা চালু থাকলেও পর্দার উজ্জ্বলতায় কোনো পরিবর্তন হবে না। ফলে স্বচ্ছন্দে সব সময় সুবিধাটি ব্যবহার করে ব্যাটারির ক্ষমতা বাড়ানো যাবে।
মাইক্রোসফটের তথ্যমতে, অ্যাডাপটিভ এনার্জি সেভার মূলত অপ্ট-ইন সুবিধা। অর্থাৎ সুবিধাটি আলাদাভাবে চালু করে ব্যবহার করতে হবে। এটি যন্ত্রের পাওয়ার স্টেট এবং সিস্টেমের চলমান লোড বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে এনার্জি সেভার মোড চালু বা বন্ধ করে দিলেও পর্দার উজ্জ্বলতা অপরিবর্তিত রাখবে।
অ্যাডাপটিভ এনার্জি সেভার সুবিধা ডেস্কটপ কম্পিউটারে ব্যবহার করা যাবে না। সুবিধাটি বর্তমানে পরীক্ষামূলকভাবে ‘ক্যানারি চ্যানেল’–এর উইন্ডোজ ইনসাইডার ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। শিগগিরই সুবিধাটি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের মূল সংস্করণে যুক্ত করা হতে পারে।
সূত্র: দ্য ভার্জ