কম্পিউটার সমিতির নির্বাচন স্থগিত

বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রতীক
ছবি: সংগৃহীত

দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২৪–২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ও শাখা কমিটি নির্বাচনের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। মার্চে বিসিএসের নির্বাহী কমিটি ও ১১টি শাখার কমিটি নির্বাচনের ভোট গ্রহণ করার কথা ছিল। আজ বৃহস্পতিবার বিসিএসের নির্বাচন বোর্ডের সচিব তোজাম্মেল উদ্দীন শিকদার স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিসিএসের নির্বাচন বোর্ডের বার্তায় বলা হয়েছে, নির্বাচন বোর্ড কর্তৃক বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর আপিলের পরিপ্রেক্ষিতে আজ ৭ মার্চ শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানির সিদ্ধান্ত আগামী সপ্তাহে পাওয়া যাবে। এই প্রেক্ষাপটে নির্বাচন কার্যক্রম স্থগিত করা হয়েছে।

গত ৯ জানুয়ারি বিসিএসের ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন কার্যক্রম শুরু হয়েছিল। ৩০ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গত ৭ ফেব্রুয়ারি বেলা আড়াইটা। বিসিএসের নির্বাহী কমিটির সাতটি পদের জন্য ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। নির্ধারিত সময়ের পর জমা দেওয়ায় নির্বাচন বোর্ড দুজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে। পরে তাঁরা আপিল করলে আপিল বোর্ডও একই সিদ্ধান্ত বহাল রাখে।

পরে গত মাসেই ওই দুই প্রার্থী নির্বাচন বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালক বাণিজ্য সংগঠন (ডিটিও) বরাবর আপিল করেন। ডিটিও ওই দুটি মনোনয়নপত্র বৈধ বলে সিদ্ধান্ত দেন। এই বিষয়ে পুনঃ শুনানির জন্য বিসিএসের নির্বাচন বোর্ড আবার বাণিজ্য মন্ত্রণালয়ে আপিল করে। সেই আপিলের শুনানি আজ হয়েছে। কাল ও পরশু সাপ্তাহিক ছুটি থাকায় আপিলের সিদ্ধান্ত আগামী সপ্তাহের আগে পাওয়া যাবে না। এ অবস্থায় ৯ মার্চ নির্বাচন করা যেহেতু সম্ভব নয়, তাই বিসিএসের নির্বাচন স্থগিত হয়েছে।

এ ব্যাপারে বিসিএস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান শেখ কবির আহমেদ আজ রাতে মুঠোফোনে বলেন, ‘মনোনয়নপত্র বাতিল ঘোষিত দুই প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ডিটিওর কাছে আপিল করেছিলেন। যেহেতু নির্বাচনী কার্যক্রমে কোনো অনিয়ম ও দুর্নীতি হয়নি, তাই আমরা আপিল করেছিলাম। আজ এটির শুনানি হয়েছে। আগামী সপ্তাহে ডিটিওর সিদ্ধান্ত জানা যাবে।’

কেন্দ্রীয় কমিটি ছাড়া বিসিএসের আরও ১১টি শাখা কমিটির নির্বাচনও একই সঙ্গে হচ্ছে। তবে ৯টি শাখার কমিটির জন্য সাতজন করে প্রার্থী থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। রংপুরে ১৪ ও সিলেটে ১১ জন প্রার্থী থাকায় এই দুটি শাখায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার বিসিএসের মোট ভোটার সংখ্যা ২ হাজার ১৫০ জন।