মুঠোফোনের ধারণক্ষমতা বাড়াতে ‘অটো আর্কাইভ’ সুবিধা চালু করল গুগল

অটো আর্কাইভ সুবিধা চালু করেছে গুগলরয়টার্স

নিয়মিত ব্যবহার করা না হলেও ঠিকই মুঠোফোনে জায়গা দখল করে রাখে বিভিন্ন অ্যাপ। আর তাই মুঠোফোনের ধারণক্ষমতা বাড়াতে অনেকেই অপ্রয়োজনীয় ও নিয়মিত ব্যবহার না করা অ্যাপ মুছে ফেলেন। কিন্তু এতে অ্যাপগুলোতে থাকা তথ্যও স্থায়ীভাবে মুছে যায়। ফলে পুনরায় ইনস্টল করে ব্যবহারের সময় আগের তথ্যগুলো আর পাওয়া যায় না। সমস্যার সমাধান দিতে ‘অটো আর্কাইভ’ সুবিধা চালু করেছে গুগল। এ সুবিধা কাজে লাগিয়ে অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলার পরিবর্তে আকার ছোট করে সংরক্ষণ করা যাবে। ফলে মুঠোফোনের ধারণক্ষমতা খুব বেশি ব্যবহার হবে না।

গুগল জানিয়েছে, অটো আর্কাইভ সুবিধায় অব্যবহৃত অ্যাপের আকার ৬০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা হবে। আর্কাইভ করা অ্যাপগুলো অ্যাপের তালিকা থেকে মুছে গেলেও মুঠোফোনের হোম স্ক্রিনে ক্লাউড আইকন আকারে দেখা যাবে। ফলে ব্যবহারকারীরা সহজেই অ্যাপগুলো চিহ্নিত করতে পারবেন। প্রয়োজনের সময় আর্কাইভ করা নির্দিষ্ট অ্যাপে ক্লিক করলেই সেটি আগের তথ্যসহ পুনরায় ইনস্টল হয়ে যাবে।

নতুন এ সুবিধা চালুর ফলে কম ধারণক্ষমতা থাকা মুঠোফোন ব্যবহারকারী উপকৃত হবেন। শুধু তা–ই নয়, যেসব ব্যবহারকারী মুঠোফোন থেকে অ্যাপ মুছে ফেলতে চান না, তারাও এ সুবিধা কাজে লাগিয়ে অপ্রয়োজনীয় অ্যাপগুলো আলাদা স্থানে সংরক্ষণ করতে পারবেন। তবে সব অ্যাপের ক্ষেত্রে অটো আর্কাইভ সুবিধা ব্যবহার করা যাবে না। প্লে স্টোর থেকে নতুন অ্যাপ ইনস্টলের সময় অটো আর্কাইভ সুবিধা চালু করতে হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া