অ্যাপলের বিখ্যাত ‘১৯৮৪’ বিজ্ঞাপনচিত্রের প্রচার শুরু

অ্যাপল ম্যাকিন্টোশ কম্পিউটার বাজারে ছাড়ার এক দিন আগে ১৯৮৪ সালের ২২ জানুয়ারি ‘১৯৮৪’ শিরোনামের বিজ্ঞাপনচিত্রের প্রচার শুরু করে অ্যাপল। তখন যুক্তরাষ্ট্রে সুপার বোলের ১৮তম আসর চলছিল।

‘১৯৮৪’ বিজ্ঞাপনের একটি দৃশ্যে অ্যাথলেট অ্যান্যা মেজরউইকিমিডিয়া

২২ জানুয়ারি ১৯৮৪
অ্যাপলের বিখ্যাত ‘১৯৮৪’ বিজ্ঞাপনচিত্রের প্রচার শুরু
অ্যাপল ম্যাকিন্টোশ কম্পিউটার বাজারে ছাড়ার এক দিন আগে ১৯৮৪ সালের ২২ জানুয়ারি ‘১৯৮৪’ শিরোনামের বিজ্ঞাপনচিত্রের প্রচার শুরু করে অ্যাপল। তখন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) জনপ্রিয় বার্ষিক চ্যাম্পিয়নশিপ সুপার বোলের ১৮তম আসর চলছিল। ‘১৯৮৪’ বিজ্ঞাপনিচত্র ব্যাপক সাড়া জাগায়। জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস ‘১৯৪৯’ ধরে বিজ্ঞাপনচিত্রটি নির্মিত হয়। ১৯৪৯ উপন্যাসের কাহিনিতে ছিল ১৯৮৪ সাল অর্থাৎ ভবিষ্যৎ শাসন হবে টেলিভিশনে সম্প্রচারিত ‘বিগ ব্রাদার’-এর কথায়।

ডেভিড গ্রাহাম বিগ ব্রাদার চরিত্রে। ‘১৯৮৪’ বিজ্ঞাপনচিত্রে
উইকিমিডিয়া

ইংরেজ অ্যাথলেট অ্যান্যা মেজর অনামি নায়িকার ভূমিকায় এবং ডেভিড গ্রাহাম বিগ ব্রাদার চরিত্রে এই বিজ্ঞাপনে অভিনয় করেন। বিজ্ঞাপনচিত্রের শেষ অংশে বলা হয়, ২৪ জানুয়ারি অ্যাপল নিয়ে আসছে ম্যাকিন্টোশ। এবং আপনি দেখবেন কেন ১৯৮৪ সাল ‘১৯৮৪’-এর মতো নয়।

ফ্লেচার জোনস
উইকিমিডিয়া

২২ জানুয়ারি ১৯৩১
কম্পিউটার পথিকৃৎ ফ্লেচার জোনসের জন্ম
প্রথম দিককার কম্পিউটার তৈরির অন্যতম পথিকৃৎ কম্পিউটার সায়েন্স করপোরেশনের (সিএসসি) প্রতিষ্ঠাতা ফ্লেচার জোনস যুক্তরাষ্ট্রের টেক্সাসে জন্মগ্রহণ করেন। তাঁর প্রতিষ্ঠিত সিএসসি মহাকাশশিল্পে বড় ভূমিকা রাখে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির ফ্লাইট ফ্যাসিলিটির সঙ্গে চুক্তিদ্ধ হয়ে মহাকাশে নভোযান চলাচলে প্রযুক্তিগত সহায়তা করে সিএসসি। প্রতিষ্ঠার চার বছরের মাথায় যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সফটওয়্যার কোম্পানিতে পরিণত হয় সিএসসি। ১৯৭২ সালের ৭ নভেম্বর মারা যান ফ্লেচার জোনস।