হার্ডডিস্কের উদ্ভাবক হ্যারল্ড প্রিউইটের জন্ম

হার্ডডিস্ক ও লোকাল এরিয়া নেটওয়ার্কের উদ্ভাবক হ্যারল্ড প্রিউইটের জন্ম।

১ অক্টোবর ১৯৫৪
হার্ডডিস্কের উদ্ভাবক হ্যারল্ড প্রিউইটের জন্ম
হ্যারল্ড ডি প্রিউইটের বেশ কটি পরিচয় আছে। তিনি রেসিং কার ড্রাইভার, ব্যবসায়ী ও কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের উদ্ভাবক। তাঁকে কম্পিউটার বিপ্লবের একজন পথিকৃৎ হিসেবে ধরা হয়। হ্যারল্ড প্রিউইট হার্ডডিস্ক ড্রাইভের (এইচডিডি) উদ্ভাবক। তাঁকে একাধিক বহনযোগ্য ও ডেস্কটপ কম্পিউটারকে যুক্ত করার প্রযুক্তি লোকাল এরিয়া নেটওয়ার্কের (ল্যান) উদ্ভাবক হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়েছে।

হ্যারল্ড ডি প্রিউইট যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যের হাচিনসনে জন্মগ্রহণ করেন। হ্যারল্ড অনেক প্রযুক্তিপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। এসবের মধ্যে সবচেয়ে বড় কোর ইন্টারন্যাশনাল ইনকরপোরেটেড। ১৯৭৯ সালে তিনি এটি প্রতিষ্ঠা করেন।

১ অক্টোবর ১৯৮২
সনির অডিও সিডি প্লেয়ার বিক্রি শুরু
সনির তৈরি সিডিপি-১০১ পৃথিবীর প্রথম বাণিজ্যিক কম্প্যাক্ট ডিস্ক (সিডি) প্লেয়ার। সিডিতে ধারণ করা গান শোনার এই যন্ত্র ১৯৮২ সালের ১ অক্টোবর প্রথম জাপানের বাজারে ছাড়া হয়। তখন এর দাম ছিল ১ লাখ ৬৮ হাজার ইয়েন বা ৭৩০ ডলার। শুধু জাপানে সিডি প্লেয়ার ছাড়ার কারণ হলো সিডি প্রযুক্তির উন্নয়নে সনির অংশীদার ফিলিপস বাজারজাত করার নির্দিষ্ট তারিখ দেয়নি। সনি ছয় মাস পর জাপানের বাইরে সিডি প্লেয়ার বাজারজাত শুরু করে। ওদিকে ফিলিপসে সিডি ১০০ নভেম্বরে বাজারে আনে, যদিও তাদের সিডি প্লেয়ারে সনির বেশ কিছু উপাদান ব্যবহার করা হয়েছিল। শেষমেশ সনির সিডি প্লেয়ার ১৯৮৩ সালের মার্চে বিশ্ববাজারে ছাড়া হয়।

১ অক্টোবর ১৯৯৪
টিম বার্নার্স-লি ডব্লিউ৩সি প্রতিষ্ঠা করলেন
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক স্যার টিম বার্নার্স-লি দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম প্রতিষ্ঠা করেন। এটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মান নির্ধারণী আন্তর্জাতিক সংস্থা। ওয়েবের মানোন্নয়নে এই কনসোর্টিয়ামের সদস্য সংগঠনগুলো যাতে পূর্ণকালীন কর্মী দিয়ে ওয়েবের উন্নয়নে কাজ করে যায়, তা নিশ্চিত করে। চলতি বছরের ৫ মার্চের হিসাব অনুযায়ী ডব্লিউ৩সিয়ের সদস্যসংখ্যা ৪৬২। এই কনসোর্টিয়াম ওয়েবসম্পর্কিত শিক্ষা, দূরশিক্ষণ, সফটওয়্যার ও সার্ভার উন্নয়নে মুক্ত আলোচনা করে।

১৯৯৪ সালের অক্টোবরে সুইজারল্যান্ডের জেনেভার ইউরোপীয় অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ-সার্ন ছেড়ে টিম বার্নার্স-লি ডব্লিউ৩সি প্রতিষ্ঠা করেন। এই সার্নেই স্যার টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব উদ্ভাবন করেছিলেন।

১ অক্টোবর ২০০৮
খুদে বার্তা চালাচালি ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কারণ
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে কনটেইনারবাহী ট্রেনের ভয়াবহ দুর্ঘটনার কারণ মুঠোফোন ব্যবহারকারীর খুদে বার্তা চালাচালিকে দায়ী করা হয়। দুর্ঘটনার পর তদন্তে জানা যায়, যাত্রীবাহী মেট্রোলিংক ট্রেনের প্রকৌশলী দুর্ঘটনার কয়েক সেকেন্ড আগেও খুদে বার্তা বা এসএমএস আদান-প্রদান করেছেন। এ দুর্ঘটনায় ২৫ যাত্রী নিহত এবং অনেক যাত্রী আহত হন। এরপর যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্য আইন পাস করে সব ধরনের যানবাহনের চালকদের জন্য ‘হ্যান্ডস ফ্রি’ মুঠোফোন ব্যবহার করায় বাধ্য করে। যাতে ট্রেন, গাড়ি বা বাস চালানোর সময় মুঠোফোন হাতে নিয়ে কল করতে বা খুদে বার্তা লিখতে গিয়ে দুর্ঘটনা না ঘটে।

১ অক্টোবর ২০১৪
থ্রিডি প্রিন্টারে বন্দুক বানিয়ে কারাদণ্ড
ত্রিমাত্রিক (থ্রিডি) প্রিন্টার দিয়ে বন্দুক তৈরি করে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এক জাপানি নাগরিক। তিনি প্রথম ব্যক্তি, যিনি থ্রিডি প্রিন্টার আগ্নেয়াস্ত্র তৈরি করে কারাভোগ করেন।