ডির‌্যামের জনক রবার্ট ডেনার্ডের জন্ম

ডাইন্যামিক র‌্যান্ডম অ্যাকসেস মেমোরি (ডিআরএএম বা ডির‌্যাম) জনক রবার্ট হিথ ডেনার্ড যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের টেরেলে জন্মগ্রহণ করেন।

রবার্ট হিথ ডেনার্ডউইকিমিডিয়া

৫ সেপ্টেম্বর ১৯৩২
রবার্ট ডেনার্ডের জন্ম
ডাইন্যামিক র‌্যান্ডম অ্যাকসেস মেমোরি (ডিআরএএম বা ডির‌্যাম) জনক রবার্ট হিথ ডেনার্ড যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের টেরেলে জন্মগ্রহণ করেন। তিনি ডালাসের সাউদার্ন মেথডিস্ট বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৪ সালে তড়িৎ প্রকৌশলে স্নাতক ও ১৯৫৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৫৮ সালে তিনি পেনসিলভানিয়ার পিটসবার্গের কার্নেগি মেলন ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

পেশাজীবনে রবার্ট ডেনার্ড আইবিএমের গবেষক ছিলেন। ১৯৬৬ সালে তিনি একটি ট্রানজিস্টর ও একটি ক্যাপাসিটরের সমন্বয়ে একক ট্রানজিস্টর মেমোরি সেল উদ্ভাবন করেন। ১৯৬৮ সালে তিনি এর পেটেন্টস্বত্ব পান। এটিই পরে ডির‌্যামের ভিত্তি হয়ে ওঠে।
ডেনার্ড আইইইই মেডেল অব অনার (২০০৯), আইইইই এডিসন পদক (২০০১), হারভি পুরস্কারসহ (১৯৯০) বিভিন্ন সম্মাননা পেয়েছেন।

আইবিএম ৭০৩০
সায়েন্সফটো ডটকম

৫ সেপ্টেম্বর ১৯৮০
বন্ধ হয়ে গেলে আইবিএম স্ট্রেচ সুপারকম্পিউটার
ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনসের শেষ মেইনফ্রেম কম্পিউটার আইবিএম ৭০৩০ বা স্ট্রেচ ব্রিগহ্যাম ইয়ং ইউনিভার্সিটিতে বন্ধ করে দেওয়া হয়। এর ফলে যবনিক পড়ে সেই সময়ের শক্তিশালী এই কম্পিউটারের।
১৯৫৫ সালে শুরু হওয়া আইবিএমের নিবিড় গবেষণা ও উন্নয়ন প্রকল্পের ফসল ছিল এই স্ট্রেচ। এই গবেষণার লক্ষ্য ছিল সেই সময়র কম্পিউটারের চেয়ে ১০০ থেকে ২০০ গুণ শক্তিশালী সুপারকম্পিউটার তৈরি করা। এর ক্রেতা ছিল মার্কিন আণবিক শক্তি কমিশন পরিচালিত লস অ্যালামস সায়েন্টিফিক ল্যাবরেটরি। এটি দিয়ে পারমাণবিক অস্ত্রের নকশা তৈরি করা ছিল মূল উদ্দেশ্য।

স্ট্রেচ তৈরি করতে ছয় বছর সময় লেগেছিল। ১৯৬১ সালে অ্যালামসে এই সুপারকম্পিউটার সরবরাহ করা হয়।
নানা দিক থেকে স্ট্রেচে প্রযুক্তিগত উৎকর্ষের দেখে মেলে। স্ট্রেচের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো—

  • আইবিএমের প্রধান কোনো যন্ত্রে ভ্যাকুয়াম টিউবের বদলে প্রথমবারের মতো ট্রানজিস্টর ব্যবহার করা হয়।

  • বড় ও দ্রুতগতির ডিস্ক ড্রাইভ, যেটিতে একাধিকবার তথ্য লেখা ও পড়ার জন্য ৩২ মেগাবাইট জায়গা ছিল।

  • ২ মেগাবাইটের উচ্চগতির ম্যাগনেটিক কোর মেমোরি।

  • এর পাইপলাইনিং প্রযুক্তি একাধিক কম্পিউটার থেকে পাওয়া নির্দেশনা থেকে সুপারকম্পিউটারের একাধিক যন্ত্রাংশকে একসঙ্গে কাজ করাতে পারত।

  • এর লুকহেড একসঙ্গে ছয়টি নির্দেশনা নিয়ে কাজ শুরু করতে পারত।

  • স্ট্রেচে ছিল মাল্টিপ্রোগ্রামিং সুবিধা। এ কারণে একই সময়ে একাধিক প্রোগ্রাম চালানো যেত এতে।

  • এরর–কারেকশন প্রযুক্তি থাকায় এই যন্ত্র নিজেই নিজের সমস্যা বা ত্রুটি শনাক্ত করে তা সংশোধন করতে পারত।

যখন স্ট্রেচের নকশা করা হয়, তখন এটি সবচেয়ে জটিল ইলেকট্রনিক সিস্টেম ছিল। সত্যি কথা বলতে, এটি প্রথমবার ব্যবহার করতে এর আগের আইবিএম ৭০৪ কম্পিউটারের সাহায্য নিতে হয়েছিল। কিন্তু এর প্রাথমিক উদ্দেশ্যের বাস্তবায়ন, অর্থাৎ ১০০ থেকে ২০০ গুণ দ্রুতগতি পেতে এটি ব্যর্থ হয়। লস অ্যালামসে স্থাপন করার পর মাত্র সাতটি স্ট্রেচ কম্পিউটার নির্মাণ করা হয়, তাও সরকারি সংস্থার জন্য। হারভেস্ট নামের একটি বিশেষ উন্নত স্ট্রেচ সুপারকম্পিউটার তৈরি করা হয়েছিল ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) জন্য। উদ্দেশ্য ছিল গোপন সংকেতের পাঠোদ্ধার।
স্ট্রেচে ব্যবহৃত অনেক উদ্ভাবন পরবর্তীকালে ৭০৯০ ও সিস্টেম/ ৩৬০ কম্পিউটারে ব্যবহার করা হয়। তবে স্ট্রেচ থেকে অনুপ্রাণিত হয়ে পরে আইবিএম ও অন্য কোম্পানির অনেক কম্পিউটার তৈরি হয়েছে।