কারিগরি শিক্ষার প্রসারে রংপুর ও রাজশাহীতে সচেতনতা কর্মসূচি

রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে সচেতনতা কার্যক্রমে বক্তব্য দেন রাজশাহীর বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্সংগৃহীত

কারিগরি শিক্ষার প্রসার এবং উল্লেখযোগ্য দিক তুলে ধরতে ১৭ জানুয়ারি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে এবং ১৯ জানুয়ারি রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে হয়ে গেল সচেতনতা কার্যক্রম। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) স্কিলস-২১ প্রকল্পের সহযোগিতায় এ কার্যক্রমের আয়োজন করে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে সচেতনতা কার্যক্রমে বক্তব্য দেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম
সংগৃহীত

সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানেই চাকরি ও দক্ষতা উন্নয়নবিষয়ক কর্মশালা, শিক্ষার্থীদের দক্ষতা প্রতিযোগিতাসহ চাকরি মেলার আয়োজন করা হয়। সবার জন্য উন্মুক্ত এ আয়োজনে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা তুলে ধরার পাশাপাশি ক্যারিয়ার গড়ার বিভিন্ন দিকনির্দেশনা পেয়েছেন। চাকরি মেলায় নিজেদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার পাশাপাশি বেশ কয়েকজন সরাসরি সাক্ষাৎকার দিয়ে চাকরিও পেয়েছেন।

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ও রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে সচেতনতা কর্মসূচির উদ্বোধন করেন যথাক্রমে রংপুরের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম এবং রাজশাহীর বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্।