বাবাকে লেখা প্রথম ই-মেইলের যে জবাব পেয়েছিলেন সুন্দর পিচাই

সুন্দর পিচাই
ছবি: রয়টার্স

৪ সেপ্টেম্বর ২৫ বছর পূর্ণ করেছে গুগল। দীর্ঘ এ সময়ে প্রযুক্তিগত পরিবর্তনের কথা প্রসঙ্গে স্মৃতিচারণা করেছেন গুগল ও এর মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। তুলে ধরেছেন ২৫ বছর আগে বাবাকে লেখা প্রথম ই-মেইলের স্মৃতি।

এক ব্লগে সুন্দর পিচাই লিখেছেন, ‘গত ২৫ বছরে প্রযুক্তি কত দূর এগিয়েছে এবং মানুষ এ সঙ্গে কীভাবে খাপ খাইয়েছে, এ নিয়ে আমার ভাবনায় অনেক কিছু রয়েছে। অনেক বছর আগে যখন আমি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করি, তখন আমার বাবা ভারতে থাকতেন। একদিন আমি তাঁর ই-মেইল ঠিকানা পাই। সেটি পেয়ে বেশ উৎফুল্ল হলাম। কারণ, তাঁর সঙ্গে আরও সহজে, কম খরচে ও দ্রুত যোগাযোগ করা যাবে।

এরপর তাঁকে ই-মেইলে চিঠি পাঠাই। এরপর অপেক্ষা। অপেক্ষার পালা শেষ হতে লাগল পুরো দুই দিন।

এরপর ফিরতি জবাব পেলাম। তাতে লেখা ছিল, “পিচাই, তোমার ই-মেইল পেয়েছি। সবকিছু ঠিকঠাক আছে।” বাবার কাছ থেকে পাওয়া এ রকম ফিরতি জবাব আর দুই দিনের অপেক্ষা—আমি হতবুদ্ধি হয়ে পড়েছিলাম।’

এরপর সুন্দর পিচাই তাঁর বাবার সঙ্গে যোগাযোগ করেন। ই-মেইলে এমন ফিরতি জবাব নিয়ে জানতে চান। তখন তাঁর বাবা তাঁকে বলেন, তাঁর অফিসের কেউ একজন ই-মেইলটি তাঁদের অফিসের কম্পিউটার থেকে প্রিন্ট করে তাঁকে দেন। তখন তাঁর বাবা একটি ফিরতি জবাব লেখার কথা বলেন। সেই ব্যক্তি সেটি লেখেন এবং টাইপ করে পাঠান।

আরও পড়ুন

ব্লগ পোস্টে পিচাই তাঁর সন্তানের প্রযুক্তি ব্যবহারের বিষয়টি তুলে ধরে তুলনা করেন। তাঁর বাবা হয়তো বিজ্ঞান কল্পকাহিনিতে যেসব বিষয় পড়ে আশ্চর্য হতেন, সেগুলোই তার (পিচাইয়ের) সন্তান বাস্তবে করছেন। তাঁর সন্তান ঘড়ি ব্যবহার করে কল করছে বা গাড়িকে কোনো গান বাজানোর নির্দেশ দিচ্ছে।

১৯৯৮ সালের সেপ্টেম্বরের ৪ তারিখে ল্যারি পেজ ও সের্গেই ব্রিন গুগল প্রতিষ্ঠা করেন। ২০০৪ সালে এ প্রতিষ্ঠানে চাকরি শুরু করেন সুন্দর পিচাই এবং ২০১৫ সালে ল্যারি পেজের স্থলাভিষিক্ত হয়ে সিইও হন তিনি।

আরও পড়ুন