শনিবার ঢাকায় ফ্রিল্যান্সার সম্মেলন, সেরা ২০ ফ্রিল্যান্সার পাবেন সম্মাননা

ন্যাশনাল ফ্রিল্যান্সারস কনফারেন্স উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকেরাসংগৃহীত

দেশের ফ্রিল্যান্সারদের নিয়ে আগামী শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল-৪-এ দিনব্যাপী ফ্রিল্যান্সার সম্মেলনের আয়োজন করা হয়েছে। ‘নেক্সট ভেঞ্চারস প্রেজেন্টস ন্যাশনাল ফ্রিল্যান্সারস কনফারেন্স’ নামের এই আয়োজন করছে ‘ফ্রিল্যান্সারস অব বাংলাদেশ (এফওবি)’ নামের ফেসবুক গ্রুপ। এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন হাজার ফ্রিল্যান্সার অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। সম্মেলন উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। গতকাল রাতে ঢাকায় এক সংবাদ সম্মেলেন এসব তথ্য জানিয়েছে এফওবি।

সংবাদ সম্মেলনে ফ্রিল্যান্সার কনফারেন্সের আহ্বায়ক ফয়সাল মোস্তফা বলেন, ‘ফ্রিল্যান্সারস অব বাংলাদেশ অনেক দিন ধরে ফ্রিল্যান্সারদের সহায়তা করে আসছে, সেই ধারাবাহিকতায় আমরা আয়োজন করতে যাচ্ছি ফ্রিল্যান্সার কনফারেন্স। ফ্রিল্যান্সাররা সব সময় যাঁর যাঁর ঘরে বসে কাজ করেন, তাঁদের একে অপরের সঙ্গে দেখা হওয়া, অভিজ্ঞতা বিনিময়, যোগাযোগের সুযোগ করে দিতে আমরা এই আয়োজন করতে যাচ্ছি। এ সম্মেলনে দেশসেরা ফ্রিল্যান্সার, তথ্যপ্রযুক্তি পেশাজীবী ও সফল উদ্যোক্তাদের পাশাপাশি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক ব্যক্তি বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।’

সম্মেলনের অন্যতম আয়োজক রিফাত এম হক বলেন, ‘জাতীয় ফ্রিল্যান্সার সম্মেলন শুরু হবে সকাল নয়টায়। চলবে রাত আটটা পর্যন্ত। ১২ ঘণ্টার এ সম্মেলনে ৫টি প্যানেল আলোচনা হবে, যেগুলোতে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এসইও ইত্যাদি নিয়ে আলোচনা হবে। সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থাকা ২০ জন সেরা ফ্রিলান্সারকে সম্মাননা জানানো হবে।’

আয়োজকদের তথ্যমতে, এ সম্মেলনের মাধ্যমে নতুন ফ্রিল্যান্সাররা যেমন অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে ফ্রিল্যান্সিংয়ে ভালো করার বিভিন্ন পরামর্শ পাবেন, অন্যদিকে কীভাবে ফ্রিল্যান্সিংয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হওয়া যায় সেই পরামর্শও পাওয়া যাবে।

ফ্রিল্যান্সার সম্মেলনে অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলো, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস), জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।

পৃষ্ঠপোষকতা করছে জেপটো অ্যাপস, মনস্টারক্ল লিমিটেড, বিজনেস গ্লোবালাইজার, উইন্ডডটঅ্যাপ, টেক্সা জিনি, ডায়ানা হোস্ট লিমিটেড, ট্যাপওয়ান, পিক্সেলিন, কাজি অ্যান্ড কাজি টি এবং জিল ক্যাফে।