নির্বাচনব্যবস্থায় প্রযুক্তি প্রয়োগের জন্য মরণোত্তর পুরস্কার পেলেন লুনা শামসুদ্দোহা

প্রয়াত লুনা শামসুদ্দোহাসংগৃহীত

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ছবি এবং আঙুলের ছাপসহ ভোটার নিবন্ধনের জন্য সফটওয়্যার তৈরিতে অবদান রেখেছিলেন তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা প্রয়াত লুনা শামসুদ্দোহা। তাঁর প্রতিষ্ঠিত সফটওয়্যার প্রতিষ্ঠান দোহাটেক নিউ মিডিয়া নির্বাচন কমিশনের এই প্রকল্পে সমাধান অংশীদার হিসেবে কাজ করে। সেই কাজের স্বীকৃতি হিসেবে লুনা শামসুদ্দোহাকে ইন্টারন্যাশনাল ইলেকটোরাল অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে। দোহাটেকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এই তথ্য জানানো হয়েছে।

আইসিপিএস পুরস্কার
সংগৃহীত

পর্তুগালের রাজধানী লিসবনে ১৫ নভেম্বর আয়োজিত এক অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল সেন্টার ফর পার্লামেন্টারি স্টাডিজ (আইসিপিএস) এবং পর্তুগিজ জাতীয় নির্বাচন কমিশন মেরিটোরিয়াস অ্যাচিভমেন্ট শ্রেণিতে লুনা শামসুদ্দোহাকে এই মরণোত্তর স্বীকৃতি দেয়। লুনা শামসুদ্দোহার মেয়ে রিম শামসুদ্দোহা লিসবনে আইসিপিএসের এই পুরস্কার গ্রহণ করেন। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০২১ সালে ৬৩ বছর বয়সে মারা যান লুনা শাসুদ্দোহা।

নির্বাচনব্যবস্থা ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলীর রায়ে এই পুরস্কার দেওয়া হয়।