ব্রাজিল ও ক্রোয়েশিয়া জিতবে আজ

বিশ্বকাপ ফুটবলের নকআউট রাউন্ডের চারটি ম্যাচ হয়ে গেছে গত দুই দিনে। এই চার ম্যাচের মাঠের ফলাফল ১০০ শতাংশ মিলে গেছে কাশেফ নামের রোবটের ভবিষ্যদ্বাণীর সঙ্গে। নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড উঠে গেছে কোয়ার্টার ফাইনালে।

আজ রাতের দুই খেলা নিয়েও ভবিষ্যদ্বাণী করেছে কাশেফ। রাত একটার ব্রাজিল–দক্ষিণ কোরিয়া ম্যাচে ব্রাজিলকে অনেকটা এগিয়ে রেখেছে কাশেফ। তার হিসাবে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৭৭ শতাংশ।

রাত নয়টার ম্যাচে জাপানের বিরুদ্ধে ক্রোয়েশিয়াকে ব্রাজিলের মতো অতটা এগিয়ে না রাখলেও কাশেফের ভবিষ্যদ্বাণী—ক্রোয়েশিয়া জিতবে। কাশেফের হিসাবে এই খেলায় ২০১৮ বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়ার জেতার সম্ভাবনা ৬২ শতাংশ। আর জাপানের ৩৮ শতাংশ।

কাতারভিত্তিক গণমাধ্যম আল–জাজিরার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট প্রোগ্রাম কাশেফ এবারের বিশ্বকাপে ভবিষ্যৎ বক্তা হিসেবে এবার আবির্ভূত হয়েছে টুর্নামেন্টর শুরু থেকেই। বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের ইতিহাস, তথ্য, খেলোয়াড়দের দক্ষতা, চলতি পারফরম্যান্স ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপের সিমুলেশন—সব কিছু বিশ্লেষণ করে খেলার ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করে কাশেফ।