থ্রিডি প্রিন্টারের মাধ্যমে কি মানুষের অঙ্গপ্রত্যঙ্গ প্রিন্ট করা যাবে
ত্রিমাত্রিক (থ্রিডি) নকশা অনুযায়ী খেলনা থেকে শুরু করে বিভিন্ন বস্তু প্রিন্ট করা যায় থ্রিডি প্রিন্টারের মাধ্যমে। এবার থ্রিডি প্রিন্টারের মাধ্যমে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ প্রিন্ট করা যায় কি না, তা নিয়ে গবেষণা করছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেট বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। কল্পবিজ্ঞানের মতো শোনালেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কাজে লাগিয়ে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ প্রিন্ট করার কৌশল আবিষ্কারের জন্য কাজ করছেন তাঁরা। এরই মধ্যে বিজ্ঞানীরা একটি এআই অ্যালগরিদম তৈরি করেছেন, যার মাধ্যমে মানুষের অঙ্গপ্রত্যঙ্গের থ্রিডি মডেল প্রিন্ট করা সম্ভব। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন, ডব্লিউ এসইউ স্টার্টআপ ও কুগার কেহ ফান্ডের অর্থায়নে এ গবেষণা চলছে।
নতুন এআই অ্যালগরিদম ব্যবহার করে কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ থেকে শুরু করে পরিধানযোগ্য বায়োসেন্সর পর্যন্ত নকশা করা সম্ভব বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের তথ্যমতে, নতুন এআই অ্যালগরিদম মানুষের কিডনি ও প্রজনন অঙ্গের থ্রিডি মডেল প্রিন্ট করতে পারে। অ্যালগরিদমটি এরই মধ্যে বিভিন্ন মানব অঙ্গের ৬০টি ক্রমাগত উন্নত সংস্করণ প্রিন্ট করার সক্ষমতা অর্জন করেছে। এ বিষয়ে বিজ্ঞানী কাইয়ান কিউ বলেন, এই অ্যালগরিদম ব্যবহার করে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ থ্রিডি প্রিন্ট করে সময়, খরচ ও শ্রম বাঁচানোর সুযোগ রয়েছে।
এআই অ্যালগরিদমটি মানুষের অঙ্গপ্রত্যঙ্গ প্রিন্টের সময় জ্যামিতিক নির্ভুলতা, ঘনত্ব ও প্রিন্টিং সময়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে। ফলে সহজেই বিভিন্ন অঙ্গের মডেল প্রিন্ট করা যাবে বলে ধারণা করা হচ্ছে। এআই অ্যালগরিদমের মাধ্যমে প্রিন্ট করা মানুষের অঙ্গপ্রত্যঙ্গ চিকিৎসকদের প্রশিক্ষণে ব্যবহার করা হতে পারে। ভবিষ্যতে এসব প্রিন্ট করা মডেলে শিরা, ধমনিসহ অঙ্গের যান্ত্রিক ও শারীরিক বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করতে কাজ করবেন বিজ্ঞানীরা।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস