বিডিঅ্যাপসের সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডর ও শি স্কোয়াড লিডাররা পেলেন সম্মাননা

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড নাইটে সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডর ও শি স্কোয়াড লিডারদের সঙ্গে অতিথিরাছবি: সংগৃহীত

মোবাইল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম ‘বিডিঅ্যাপস’-এর সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডর ও শি স্কোয়াড লিডারদের সম্মাননা দিয়েছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসি। গত শুক্রবার রাজধানীর একটি হোটেলে ‘বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড নাইট ২০২৪’ শীর্ষক এক অনুষ্ঠানে বিডিঅ্যাপসের সেরা তিনজন ক্যাম্পাস অ্যাম্বাসেডর ও শি স্কোয়াড লিডারকে ল্যাপটপ, স্মার্টফোন ও স্মার্টঘড়ি উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে পরবর্তী সাতজন ক্যাম্পাস অ্যাম্বাসেডর ও শি স্কোয়াড লিডারকে বিভিন্ন প্রযুক্তিপণ্য উপহার দেওয়ার পাশাপাশি সব ক্যাম্পাস অ্যাম্বাসেডর ও শি স্কোয়াড লিডারদের সম্মাননা সনদ দেওয়া হয়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রবি আজিয়াটা পিএলসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ডিজিটাল খাতের বিকাশে তরুণদের অবদানের স্বীকৃতি দিতে বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড নাইটের আয়োজন করে রবি আজিয়াটা পিএলসির মোবাইল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম বিডিঅ্যাপস। অনুষ্ঠানে রবির ডিজিটাল ভিএএস ও নিউ বিজনেস বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শফিক শামসুর রাজ্জাক বলেন, ‘এ ধরনের আয়োজন আমাদের তরুণ সমাজের অসাধারণ প্রতিভাকে তুলে ধরে। বিডিঅ্যাপস প্ল্যাটফর্মের এই সাফল্যে আমরা গর্বিত। ভবিষ্যতে আমরা আরও উদ্ভাবন দেখতে পাব বলে আশা করছি।’

প্রসঙ্গত, ২০২১ সালে শুরু হওয়া বিডিঅ্যাপসের ক্যাম্পাস অ্যাম্বাসেডর কর্মসূচি বর্তমানে ১২০টির বেশি বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে। এর মাধ্যমে হাজারো শিক্ষার্থী ডেভেলপার বিডিঅ্যাপসের সঙ্গে যুক্ত রয়েছেন। অন্যদিকে নারী ডেভেলপারদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিডিঅ্যাপসের শি স্কোয়াড কর্মসূচি। ইতিমধ্যে এই কর্মসূচির মাধ্যমে ৬০ জন শি স্কোয়াড লিডার ১ হাজার ৭৫০ জনের বেশি নারী ডেভেলপারকে প্রশিক্ষণ দিয়েছেন।