শক্তিশালী প্রসেসর রয়েছে এই ফোনে
দেশের বাজারে ‘অসাম’ সিরিজের ‘গ্যালাক্সি এ২৪’ মডেলের নতুন ফোন এনেছে স্যামসাং। ৬.৫ ইঞ্চি এফএইচডি (ফুল হাইডেফিনেশন) পর্দার ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৯৯ মডেলের শক্তিশালী প্রসেসর থাকায় দ্রুত কাজ করা যায়। ফোনটির দাম ধরা হয়েছে ৩৭ হাজার ৯৯৯ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্যামসাং বাংলাদেশ।
৪ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির পেছনে ৫০, ৫ ও ২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। এর ফলে সহজেই ভালো মানের ছবি তোলা যায়। তিনটি রঙে বাজারের আসা ফোনটিতে আঙুলের ছাপ শনাক্তকরণের সুবিধাও রয়েছে।
অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি-সুবিধা থাকায় দীর্ঘ সময় গেম খেলার পাশাপাশি ভিডিও দেখা সম্ভব। ফাস্ট চার্জিংয়ের প্রযুক্তি থাকায় দ্রুত চার্জও করা যায় ফোনটি। ফলে চার্জ নিয়ে কোনো চিন্তা করতে হয় না।