দেশের বাজারে নতুন ব্র্যান্ডের স্মার্ট ঘড়ি

নয়েজফিট হ্যালো স্মার্ট ঘড়ি
সংগৃহীত

স্মার্ট ঘড়ি ও প্রযুক্তিপণ্য নির্মাতা ভারতীয় ব্র্যান্ড ‘নয়েজ’ বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করেছে। আগামীকাল ৬ জুলাই থেকে দেশের বাজারে নয়েজের কয়েকটি স্মার্ট ঘড়ি পাওয়া যাবে। আজ বুধবার নয়েজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে নয়েজের সহপ্রতিষ্ঠাতা গৌরব খাত্রীকে উদ্ধৃত করে বলা হয়েছে, নয়েজ প্রযুক্তির মাধ্যমে গ্রাহকের ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ, যা তাদের জীবনকে আরও নির্বিঘ্ন করে তুলবে। বাংলাদেশের গ্রাহকদের সেরা অভিজ্ঞতা দিতে চায় ব্র্যান্ডটি। গ্রাহকেরা বাংলাদেশের সব জেলা ও গুরুত্বপূর্ণ শহরগুলোয় সরাসরি দোকানে গিয়ে পণ্যগুলো কিনতে পারবেন। পাশাপাশি রাজধানীর বিভিন্ন সুপারমার্কেট ও চেইন শপগুলোয় নয়েজের পণ্যগুলো পাওয়া যাবে। এ ছাড়া জনপ্রিয় ই-কমার্স সাইটগুলো থেকেও কেনা যাবে এই পণ্য।

নয়েজের কালারফিট পালস গো বাজ মডেলের স্মার্ট ঘড়িটিতে তারহীন ব্লুটুথের মাধ্যমে ফোনকল করতে ট্রুসিঙ্ক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ১.৬৯ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্ট ঘড়ির দাম ২ হাজার ৭৯০ টাকা।

নয়েজের পালস গো বাজ
সংগৃহীত

কালারফিট পালস-২ ম্যাক্স মডেলের স্মার্ট ঘড়িতে আছে ১.৮৫ ইঞ্চির টিএফটি ডিসপ্লে। এতে রয়েছে ১৫০টির বেশি ওয়াচফেস। এর দাম ২ হাজার ৯৯৯ টাকা। ধাতব কাঠামোয় তৈরি নয়েজফিট হ্যালো স্মার্ট ঘড়িতে এএমওএলইডি গোলাকার পর্দা রয়েছে। এর দাম ৫ হাজার ৪৯৯ টাকা। একই দামে আরেকটি স্মার্ট ঘড়ি এনেছে নয়েজ। কালারফিট প্রো-৪ আলফা মডেলের এই ঘড়িতে আছে এএমওএলইডি ১.৭৮ ইঞ্চি পর্দা। একবার চার্জ দিলে এটি সাত দিন পর্যন্ত চলে।

আরও পড়ুন