প্রথম দেখায় স্ট্যান্ডল্যাম্প বলে ভুল হতেই পারে। কিন্তু তা নয়। এটি মূলত স্পিকার। বড় স্ট্যান্ডযুক্ত এ স্পিকারের ওপরে গোল বাতিও রয়েছে। ফলে গান শোনার পাশাপাশি এই স্পিকার স্ট্যান্ডল্যাম্প হিসেবেও ব্যবহার করা যায়। সিম্ফোনিস্ক ফ্লোরল্যাম্প মডেলের এ স্পিকার যৌথভাবে তৈরি করেছে আইকিয়া ও সনোস।
আরও পড়ুন
ওয়্যারলেস–প্রযুক্তিসুবিধার এ স্পিকার ফোনে থাকা আইকিয়া হোম স্মার্ট অ্যাপের মাধ্যমে দূর থেকেই নিয়ন্ত্রণ করা যায়। ফলে ব্যবহারকারীরা চাইলেই ফোন থেকে পছন্দের গান শোনার পাশাপাশি শব্দও নিয়ন্ত্রণ করতে পারবেন। আগামী মাসে বাজারে পাওয়া যাবে এই স্পিকার। দাম ২৬০ ডলার।
সূত্র: দ্য ভার্জ