রোবট না মানবী, ভ্রম হবে প্রথম দেখায়

চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ইন্টেলিজেন্স এক্সপো’তে দেখা মিলেছে একাধিক বুদ্ধিমান রোবটের। ২০ থেকে ২৩ জুন পর্যন্ত চলা এ প্রদর্শনীতে ফুটবল খেলার পাশাপাশি নানা ধরনের কাজ করে উপস্থিত দর্শকদের মাতিয়ে রেখেছিল রোবটগুলো।

১ / ৫
চেহারা মানুষের মতো হওয়ায় প্রথম দেখায় চেনার কোনো উপায় নেই যে এটি মানুষ না রোবট। মানুষের মতো বিভিন্ন অঙ্গভঙ্গি করে কথাও বলতে পারে রোবটটি।
২ / ৫
ফরমাশ অনুযায়ী দ্রুত কফি বানিয়ে দিতে পারে রোবটটি।
৩ / ৫
মানুষের মতো ফুটবল খেলতে পারে রোবটটি। এমনকি কৌশলী শট খেলে প্রতিপক্ষের গোলপোস্টে গোলও দিতে পারে।
৪ / ৫
মানুষের মতো সামনে থাকা ব্যক্তির সঙ্গে করমর্দন করতে পারে এই রোবট।
৫ / ৫
মানুষের আদলে তৈরি রোবটটি হেঁটে-চলে বেড়ানোর পাশাপাশি বিভিন্ন কাজও করতে পারে।