আসছে মেটার দ্বিতীয় স্মার্ট রোদচশমা, সরাসরি ভিডিও সম্প্রচার করা যাবে

মেটার ও রেব্যানের প্রথম স্মার্ট চশমা
রয়টার্স

আগামী বছর মেটা ও রে ব্যান স্টোরিজ তাদের দ্বিতীয় স্মার্ট রোদচশমা বাজারে আনতে পারে। জানা গেছে, মেটার দ্বিতীয় এই রোদচশমায় উন্নত ক্যামেরা ও দীর্ঘস্থায়ী ব্যাটারি থাকবে। এ ছাড়া মেটা ও রে ব্যানের দ্বিতীয় এই স্মার্ট রোদচশমা দিয়ে ইনস্টাগ্রাম ও ফেসবুকে সরাসরি ভিডিও সম্প্রচারও করা যাবে।

অভ্যন্তরীণ নথি থেকে জানা গেছে, রে ব্যান স্টোরিজের এই স্মার্ট রোদচশমা দিয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে ভিডিও সম্প্রচার করার পাশাপাশি দর্শকদের মন্তব্য কানে শোনাও যাবে। বিল্ট–ইন হেডফোনের মাধ্যমে দর্শকদের মন্তব্য শুনতে পারবেন ভিডিও সম্প্রচারকারী। ভিডিও সম্প্রচার সুবিধা যুক্ত করার জন্যই এই স্মার্ট রোদচশমায় উন্নত ক্যামেরা ও ব্যাটারি থাকবে। বলা হচ্ছে, নতুন এই স্মার্ট রোদচশমা আধেয় নির্মাতা (কনটেন্ট ক্রিয়েটর) বা সাংবাদিকদের জন্য একটি সহায়ক যন্ত্র হতে পারে। এ ছাড়া পারিপার্শ্বিক শব্দের মাত্রার ওপর নির্ভর করে ভিডিও সম্প্রচারের শব্দও ঠিক করবে এই স্মার্ট রোদচশমা।

ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুসারে, মেটা ও রে ব্যান স্টোরিজের প্রথম স্মার্ট রোদচশমা ৯০ শতাংশের বেশি ব্যবহারকারী আর ব্যবহার করেন না। ২০২১ সালের সেপ্টেম্বর থেকে গত ফেব্রুয়ারির হিসাব অনুযায়ী, প্রথম স্মার্ট রোদচশমাটি ৩ লাখ ইউনিট বিক্রি হয়েছে, যার মধ্যে ২৭ হাজার ইউনিট এখন প্রতিদিন ব্যবহৃত হয়। এমনকি ১৩ শতাংশ ব্যবহারকারী যন্ত্রটি কেনার পর ফেরতও দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম স্মার্ট রোদচশমা নিয়ে ব্যবহারকারীদের অভিজ্ঞতা তেমন সুখকর নয়। অডিও, কণ্ঠ নির্দেশনা, ব্যাটারির স্থায়িত্ব এবং অন্য যন্ত্র থেকে মিডিয়া ইমপোর্টের কাজ নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ।

ধারণা করা হচ্ছে, এসব সমস্যার সমাধান করে উন্নত ক্যামেরা, ব্যাটারিসহ সরাসরি ভিডিও সম্প্রচার সুবিধাসহ দ্বিতীয় স্মার্ট রোদচশমা নিয়ে আসছে মেটা। দ্বিতীয় স্মার্ট রোদচশমায় যুক্ত বাড়তি সুবিধা দিয়েই ব্যবহারকারীদের ধরে রাখতে চায় প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এমনকি ২০২৫ সাল নাগাদ তৃতীয় স্মার্ট রোদচশমাটি উন্মুক্তের পরিকল্পনা রয়েছে মেটার। এতে ছোট একটি ভিউ ফাইন্ডারও যুক্ত হতে পারে, যা দিয়ে ব্যবহারকারী লেখাও দেখতে পাবেন।

উল্লেখ্য, মেটা ও রে ব্যান স্টোরিজের প্রথম স্মার্ট রোদচশমাটি ২০২১ সালের সেপ্টেম্বরে বাজারে আসে। তখন যন্ত্রটির দাম ধরা হয় ২৯৯ মার্কিন ডলার। প্রথম স্মার্ট রোদচশমাটি দিয়ে ব্যবহারকারী ছবি তুলতে পারেন, গান শুনতে পারেন এবং ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বার্তা আদান–প্রদান করতে পারেন।