টেকনোর নতুন ফোন বাজারে
নতুন তিনটি স্মার্টফোন বাংলাদেশের বাজারে এনেছে টেকনো। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে টেকনো পোভা ৪, পোভা ৪ প্রো ও পোভা নিও–২ মডেলের স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, টেকনো বৈশ্বিক ব্র্যান্ড হলেও স্থানীয় চাহিদাকে গুরুত্ব দিয়ে পোভা–৪ সিরিজ উন্মোচন করেছে। উচ্চ প্রযুক্তির এই গেমিং স্মার্টফোনগুলো গ্রাহকদের চাহিদা পূরণ করতে সক্ষম হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শ্যামল কুমার সাহা, বিপণন বিভাগের প্রধান মো. আসাদুজ্জামান, হেড অব বিজনেস ইউনিট সাইফুর রহমান খান, টেকনোর শুভেচ্ছাদূত মেহজাবীন চৌধুরী, ইউটিউবার রাবা খানসহ অনেকে। অনুষ্ঠানে দলীয় নৃত্য পরিবেশন করেন হৃদি শেখ, গান পরিবেশন করেন সংগীতশিল্পী কর্ণিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাফসান ও সালমান মুক্তাদির।
অনুষ্ঠানে জানানো হয়, পোভা ৪ প্রোতে আছে হেলিও জি৯৯ ৬এনএম প্রসেসর। এর ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ করার জন্য রয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং ব্যবস্থা। এই ব্যাটারি ১৩ মিনিটে ২০ শতাংশ চার্জ হবে। এতে ৬.৬৬ ইঞ্চি এফএইচডি অ্যামোলেড পর্দা ব্যবহার করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ কাজ করার জন্য এতে অক্টাকোর সিপিইউ এবং হাইপার ইঞ্জিন ২.০ যুক্ত করা হয়েছে; যা গেমিংয়ের নিরবচ্ছিন্ন স্থায়িত্ব দেবে। এর দাম ২৬ হাজার ৯৯০ টাকা।
এ ছাড়া পোভা ৪ ফোনে হেলিও জি৯৯ ৬এনএম প্রসেসর, ৬.৮২ ইঞ্চি পর্দা রয়েছে। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাসহ ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে এতে। আরও আছে ৫০ মেগাপিক্সেলের এআই ডুয়েল রেয়ার ক্যামেরা ও ডুয়েল ফ্ল্যাশ। এর দাম ২১ হাজার ৯৯০ টাকা (সঙ্গে ভ্যাট যোগ হবে)।
পোভা নিও–২’ ফোনে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ৬.৮২ ইঞ্চি পর্দা, হেলিও জি৮৫ গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ১৬ এমপি ডুয়াল রেয়ার ক্যামেরা ছাড়াও আছে ডুয়াল ফ্ল্যাশ। এর দাম ১৮ হাজার ৯৯০ টাকা (ভ্যাট যোগ হবে)।