বাংলাদেশে স্পার্ক ১০ প্রো মডেলের নতুন স্মার্টফোন এনেছে টেকনো। মিডিয়াটেক হেলিও জি ৮৮ প্রসেসরে চলা ফোনটির পেছনে ৫০ মেগা পিক্সেলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা থাকায় স্বয়ংক্রিয়ভাবে ভালো মানের ছবি তোলা যায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকনো।
৬.৮ ইঞ্চি পর্দার এই ফোনের সামনে ৩২ মেগা পিক্সেলের ক্যামেরা রয়েছে, যা কম আলোতেও ভালো মানের ছবি তুলতে পারে। পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সুবিধা ফোনটিতে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জ করা যায়।
অ্যান্ড্রয়েড ১৩ (হাইওএস ১২.৬) অপারেটিং সিস্টেমে চলা ফোনটির ধারণক্ষমতা ১২৮ গিগাবাইট। ৮ ও ১৬ গিগাবাইট র্যামের দুটি সংস্করণে বাজারে আসা ফোনটির দাম যথাক্রমে ১৫ হাজার ৬৯০ টাকা এবং ১৭ হাজার ৯৯০ টাকা।