ভিডিও গেম খেলার বিছানা

দ্য ড্রিফট গেমিং বিছানাড্রিমস

কম্পিউটার গেম খেলতে খেলতে চেয়ারেই ঘুমিয়ে পড়েন অনেকেই। কেউ আবার ছুটির দিনে দীর্ঘসময় একটানা গেম খেলেন। তাই গেমপ্রেমীদের স্বচ্ছন্দে শুয়ে-বসে গেম খেলার সুযোগ দিতে ‘দ্য ড্রিফট’ নামের গেমিং বিছানা তৈরি করেছে আসবাব নির্মাতা প্রতিষ্ঠান ড্রিমস। বিশেষ ধরনের এ গেমিং বিছানায় এলইডি টেলিভিশন, হেডফোন থেকে শুরু করে কনসোল রাখার জায়গাও রয়েছে।

আরও পড়ুন

গেমের আবহ তৈরির জন্য এ বিছানার চারপাশে এলইডি আলো জ্বলে। শুধু তাই নয়, মাথার পাশে হেডফোন রাখার স্ট্যান্ডসহ ইউএসবি পোর্টও রয়েছে। ৩২ ইঞ্চি পর্দার টেলিভিশন ব্যবহারের সুযোগ থাকায় শুয়েই বড় পর্দায় গেম খেলা যায় এ বিছানায়।

শুয়ে গেম খেলার উপযোগী এ বিছানা তিনটি ভিন্ন আকারে কেনা যাবে। ফলে ব্যবহারকারীরা চাইলেই দলগতভাবে গেম খেলতে পারবেন। বিছানাটির দাম সর্বনিম্ন ১ হাজার ৭৯৯ পাউন্ড।
সূত্র: মেইল অনলাইন