রোবট নিরাপত্তারক্ষী

দ্য এসকিউ-টু রোবটসেকসেন্স
ঘুরে ঘুরে পাহারা দিতে পারে দ্য এসকিউ-টু রোবট
সেকসেন্স

মানুষের মতোই ঘুরে ঘুরে পাহারা দিতে পারে দ্য এসকিউ-টু রোবট। সেন্সর ও ক্যামেরাযুক্ত এই রোবট পথচলার সময় আশপাশের দৃশ্য ধারণ করতে পারে। ধারণ করা ছবি দূর থেকে দেখাও যায়। ফলে নির্দিষ্ট জায়গা থেকে যেকোনো ব্যক্তি রোবটের চারপাশে নজরদারি করতে পারে। এরই মধ্যে জাপানে কাজও শুরু করেছে এই রোবট।

জাপানের সেকসেন্স প্রতিষ্ঠানের তৈরি এ রোবটের চলার পথ আগে থেকেই ত্রিমাত্রিক (থ্রি-ডি) ম্যাপে নির্দিষ্ট করে দেওয়া যায়। ফলে ম্যাপে থাকা পথের নির্দেশনা অনুযায়ী ঘুরে ঘুরে টানা পাহারা দিতে পারে রোবটটি। শুধু তা-ই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি থাকায় চলার পথে অবাঞ্ছিত ব্যক্তিদের শনাক্ত করে।
সূত্র: ডেইলি মেইল

আরও পড়ুন