মনের চাপ ও উদ্বেগ কমাবে স্মার্ট গগলস

কাজের বিরতিতে আমরা অনেকেই কিছু সময়ের জন্য চোখ বন্ধ রেখে বিশ্রাম নেই। কেউ আবার চোখের আশপাশে হালকা ম্যাসাজ করেন। এতে চোখের স্নায়ু বিশ্রাম পাওয়ায় বেশ আরাম লাগে। এবার স্বয়ংক্রিয়ভাবে চোখের স্নায়ুকে বিশ্রাম দেবে স্মার্ট গগলস। যুক্তরাষ্ট্রভিত্তিক থেরাবডির তৈরি স্মার্ট গগলসটি মনের চাপ ও উদ্বেগও কমাতে পারে।

আরও পড়ুন

স্মার্ট সেন্স প্রযুক্তিনির্ভর এ গগলসে রয়েছে আটটি ভাইব্রেটর। ওজনও বেশ কম। পড়ার পর স্বয়ংক্রিয়ভাবে চোখের পাশাপাশি কপালের বিভিন্ন অংশ কম্পনের মাধ্যমে ম্যাসাজ করতে থাকে গগলসটি। ফলে চোখ ও আশপাশের বিভিন্ন স্নায়ু ধীরে ধীরে শিথিল হয়। এতে মনের চাপ ও উদ্বেগের পাশাপাশি রক্তচাপও কমে যায়। ফলে অল্প সময়ের মধ্যেই ভালোভাবে বিশ্রাম নেওয়া যায়।

আরও পড়ুন

স্নায়ু শিথিল করায় ঘুমের সমস্যাও দূর করতে পারে গগলসটি। সহজে কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য গগলসটির শরীরেই রয়েছে সুইচ। ফলে ব্যবহারকারীরা চোখ থেকে না খুলেই গগলসের কাজের গতি কম বা বেশি করতে পারেন। দাম ১৯৯ মার্কিন ডলার।
সূত্র: ফোর্বস

আরও পড়ুন