ছবিতে সিইএস মেলার উদ্ভাবনী পণ্য

আগামীকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক পণ্যের মেলা কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস)। চার দিনের এ মেলা আনুষ্ঠানিকভাবে শুরুর আগে গতকাল রোববার প্রাক্-অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নিজেদের তৈরি হালনাগাদ পণ্য প্রদর্শন করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। উল্লেখযোগ্য উদ্ভাবনী পণ্যগুলো একনজরে দেখে নেওয়া যাক—

১ / ৭
রেস্তোরাঁর খাবারে থাকা কোনো উপাদানে অ্যালার্জি হতে পারে কি না, তা নিয়ে চিন্তায় থাকেন অনেকে। এ সমস্যার সমাধান দেবে অ্যালার্জেন অ্যালার্টের তৈরি বহনযোগ্য মিনি ল্যাবটি। যন্ত্রটির মাধ্যমে খাবারে থাকা সব উপাদানের নামও জানা যাবে
এএফপি
২ / ৭
সিইএসে ভয়েস মেমোরি অ্যাসিস্ট্যান্ট ইয়ারবাড প্রদর্শন করছে ক্যাপমাইন্ড। দেখতে সাধারণ মনে হলেও ইয়ারবাডটিতে বিভিন্ন ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যায়
এএফপি
৩ / ৭
নির্দেশ দিলেই পছন্দের খাবার তৈরি করে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কুকিং রোবট
এএফপি
৪ / ৭
ডিক্লকের সিকিউরিটি প্রাইভেসি সফটওয়্যারনির্ভর বুদ্ধিমান রোবট
এএফপি
৫ / ৭
নাকি লজিক্সের তৈরি নিউরাল ইন্টারফেসযুক্ত ইয়ারবাড
এএফপি
৬ / ৭
স্বয়ংক্রিয়ভাবে দাঁত পরিষ্কার করে দিতে পারে এই ইলেকট্রিক টুথব্রাশ
এএফপি
৭ / ৭
বসে বসে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণের সুযোগ করে দেবে স্ট্রাট ইভি স্মার্ট পার্সোনাল ভেহিকেল
এএফপি