দাম কমল অপোর দুই স্মার্টফোনের

অপো এফ২১ প্রো ফাইভ-জিঅপো

পবিত্র রমজান মাস উপলক্ষে এফ২১ প্রো ফাইভ-জি এবং এ৭৭ মডেলের ফোনের দাম কমিয়েছে অপো। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, এফ২১ প্রো ফাইভ-জি মডেলের ফোনটি ৩৭ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ৩৪ হাজার ৯৯০ টাকায় এবং এ৭৭ মডেলের ফোনটি ২২ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ১৯ হাজার ৯৯০ টাকায় কেনা যাবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ।

কোয়ালকম স্ন্যাপড্রাগন™️প্রসেসরে চলা ৬.৪ ইঞ্চি পর্দার অপো এফ২১ প্রো ফাইভ-জি মডেলের ফোনটিতে ভয়েস ওভার এলটিই প্রযুক্তি থাকায় স্বাচ্ছন্দ্যে কথা বলার পাশাপাশি দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করা যায়। সর্বোচ্চ ৮ গিগাবাইট র‍্যাম ব্যবহারে সক্ষম ফোনটিতে ৬৪, ২ ও ২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরাসহ ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকায় ভালো মানের ছবি তোলা সম্ভব। ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটিতে ৩৩ ওয়াটের সুপারভুক ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি থাকায় দ্রুত চার্জ করা যায়।

অপো এ৭৭
অপো

হেলিও জি৩৫ ১২ এনএম (ন্যানোমিটার) প্রসেসরে চলা অপো এ৭৭ মডেলের ফোনটিতে সর্বোচ্চ ৮ গিগাবাইট র‍্যাম ব্যবহার করা যায়। ৫০ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরাসহ ফোনটিতে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটিতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং প্রযুক্তি থাকায় দ্রুত চার্জ করা যায়।