পাসওয়ার্ড দিয়ে লক করা যায় এই পেনড্রাইভ

কিংস্টোন আয়রনকি কি–প্যাড ২০০ পেনড্রাইভকিংস্টোন

সহজে তথ্য বিনিময়ের সুযোগ থাকায় আমরা অনেকেই নিয়মিত পেনড্রাইভ বা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ব্যবহার করি। কেউ আবার পেনড্রাইভে ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জমা রাখেন। তাই মনের ভুলে পেনড্রাইভ কোথাও ফেলে এলে বা হারিয়ে গেলে চিন্তার শেষ থাকে না। সমস্যার সমাধান দেবে ‘কিংস্টোন আয়রনকি কি–প্যাড ২০০’ মডেলের পেনড্রাইভ।

বিশেষ ধরনের এ পেনড্রাইভে রয়েছে কি–প্যাড। বিভিন্ন সংখ্যা ও অক্ষরযুক্ত এ কি–প্যাড ব্যবহার করে চাইলেই পেনড্রাইভে পাসওয়ার্ড দেওয়া যায়। ফলে পেনড্রাইভ হারিয়ে গেলে বা চুরি হলেও পাসওয়ার্ড ছাড়া পেনড্রাইভে থাকা তথ্য দেখা যায় না। শুধু তা–ই নয়, সর্বোচ্চ ১০ বার ভুল পিন দিয়ে পাসওয়ার্ড ভাঙার চেষ্টা করলে সংরক্ষণ করা সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলে পেনড্রাইভটি। ফলে ব্যবহারকারীদের তথ্য অন্য কেউ জানতে পারেন না।

পানি এবং ধুলাবালু নিরোধক এ পেনড্রাইভ ম্যালওয়্যার আক্রমণ থেকেও তথ্য নিরাপদ রাখতে পারে। এ জন্য কম্পিউটার বা অন্য কোনো যন্ত্রে যুক্ত করলে নিজেই স্বয়ংক্রিয়ভাবে ম্যালওয়্যার স্ক্যান করে তথ্য বিনিময় করে। ফলে সাইবার অপরাধীরা সহজে তথ্য চুরি করতে পারে না। ৮ থেকে সর্বোচ্চ ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার এ পেনড্রাইভ কিনতে গুনতে হবে ৮৬ থেকে ২৩০ পাউন্ড।
সূত্র: ফোর্বস