ছবিতে রোবট বাহু
একসঙ্গে একাধিক কাজ করার সুযোগ দিতে ‘জিজাই আর্মস’ নামের রোবট বাহুগুলো তৈরি করেছেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। ব্যাকপ্যাকের সঙ্গে যুক্ত চারটি বাহু আলাদাভাবে কাজ করতে পারে। ব্যবহারেও ঝামেলা নেই। পিঠে ব্যাকপ্যাকটি পরলেই দুই পাশে দুটি করে রোবট বাহু ব্যবহার করা যাবে।
ছবি১: মানুষের হাতের নড়াচড়া শনাক্ত করে বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন করতে পারে রোবট বাহু।
ছবি২: যেকোনো দিকে নড়াচড়া করতে পারে রোবট বাহু।
ছবি৩: রোবট বাহু।