দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় এই ডেলিভারি রোবট

খাবার ও পণ্য নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে পারে এই রোবটএএফপি

খাবার ও পণ্য নিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে পারে প্যানাসনিকের তৈরি হ্যাকোবো রোবট। ভিডিও ধারণ করে সরাসরি স্ট্রিমিং করতে পারায় এ রোবটের অবস্থান ও আশপাশের ছবি দূর থেকে দেখা যায়। ফলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে রোবটের গতি কম বা বেশি করার পাশাপাশি দিকও পরিবর্তন করা সম্ভব।

নিয়ন্ত্রণ কক্ষ থেকে রোবটের গতি কম বা বেশি করার পাশাপাশি দিকও পরিবর্তন করা যায়
এএফপি

জাপানের শ্রমিক সংকট মোকাবিলার পাশাপাশি গ্রামাঞ্চলে সহজে পণ্য পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরীক্ষামূলকভাবে ফুজিশাওয়া শহরে কাজও শুরু করেছে রোবটটি।
সূত্র: এএফপি