নতুন গেমিং স্মার্টফোন

সিম্ফনি হেলিও ৮০সংগৃহীত

দেশের বাজারে নতুন গেমিং স্মার্টফোন এনেছে এডিসন গ্রুপ। সিম্ফনি হেলিও ৮০ মডেলের এই ফোনে ৬ গিগাবাইট র‍্যাম, ১২৮ গিগাবাইট রমসহ মিডিয়াটেকের হেলিও জি৯৯ গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর ফলে ফোনটিতে স্বচ্ছন্দে দীর্ঘসময় গেম খেলা যায়। ফোনটির দাম ধরা হয়েছে ১৬ হাজার ৯৯৯ টাকা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এডিসন গ্রুপ।

৬ দশমিক ৭ ইঞ্চি পর্দার ফোনটির সামনে ১৬ এবং পেছনে ১০৮, ২ ও দশমিক ০৮ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। এর পাশাপাশি ১০ এক্স জুম সুবিধা থাকায় সহজেই উচ্চ রেজল্যুশনের ভালোমানের ছবি ও ভিডিও ধারণ করা যায়। ফোনটিতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায়। শুধু তা-ই নয়, ১৮ ওয়াটের ফাস্ট চার্জার সুবিধা কাজে লাগিয়ে দ্রুত চার্জও করা যায় ফোনটি।

অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে আঙুলের ছাপ ও চেহারা শনাক্তকরণ প্রযুক্তি থাকায় নিরাপদে ব্যবহার করা যায়। শুধু তাই নয়, ফোনটির পর্দায় কর্নিং গরিলা গ্লাস ৫ ব্যবহার করায় কোনো দাগও পড়ে না।