ডেটা কেব্‌ল দিয়ে চার্জের সময় তথ্য চুরি ঠেকাবে এই যন্ত্র

আডুরো ইউএসবি ডেটা ব্লকার চার্জিং অ্যাডাপ্টরআডুরো

পাবলিক স্পেসে বসানো চার্জিং স্টেশনগুলোয় ইউএসবি ডেটা কেব্‌লের মাধ্যমে ফোন বা ল্যাপটপ চার্জ করেন অনেকেই। কিন্তু এসব ইউএসবি চার্জারের মাধ্যমে চাইলেই ফোন বা ল্যাপটপের তথ্য চুরি করতে পারে হ্যাকাররা। তবে চিন্তার কিছু নেই, আডুরোর তৈরি অ্যাডাপ্টর কাজে লাগিয়ে চার্জ করার সময় তথ্য চুরি ঠেকানো যাবে।

আডুরো ইউএসবি ডেটা ব্লকার চার্জিং অ্যাডাপ্টর
আডুরো

আডুরো ইউএসবি ডেটা ব্লকার চার্জিং অ্যাডাপ্টরটির ব্যবহারের পদ্ধতি বেশ সহজ। আকারে ছোট অ্যাডাপ্টরটি প্রথমে ফোন বা ল্যাপটপের চার্জিং পোর্টে যুক্ত করতে হবে। এরপর অন্য প্রান্তে চার্জিং স্টেশনের ইউএসবি চার্জারের ডেটা কেব্‌ল সংযোগ দিতে হবে; অর্থাৎ ইউএসবি চার্জারের ডেটা কেবল সরাসরি ফোন বা ল্যাপটপে সংযোগ দেওয়ার বদলে অ্যাডাপ্টরে যুক্ত করতে হবে। ফলে ইউএসবি চার্জারের ডেটা কেব্‌লের মাধ্যমে চাইলেও ফোন বা ল্যাপটপ থেকে তথ্য সংগ্রহ করতে পারবে না সাইবার অপরাধীরা। অ্যাডাপ্টরটির দাম ৩০ ডলার।

উল্লেখ্য, পাবলিক স্পেসে বসানো চার্জিং স্টেশনগুলোর ডেটা কেব্‌লের অন্য প্রান্তে বিশেষ ধরনের যন্ত্র ব্যবহার করে গোপনে তথ্য সংগ্রহের পাশাপাশি ফোন বা ল্যাপটপে ক্ষতিকর ম্যালওয়্যার প্রবেশ করানো যায়। ফলে পরবর্তী যেকোনো সময় ফোন বা ল্যাপটপে থাকা তথ্য নিয়মিত সংগ্রহ করতে পারেন সাইবার অপরাধীরা।
সূত্র: ম্যাশেবল