স্পর্শের অনুভূতি দেয় কৃত্রিম হাত

কৃত্রিম হাতটি কাজে লাগিয়ে দরজাও খোলা যায়রয়টার্স
কৃত্রিম হাতটি দিয়ে মেকআপ করা যায়
রয়টার্স

কৃত্রিম হাতটি ব্যবহার করে কোনো কিছু ধরার পাশাপাশি স্পর্শের অনুভূতি পাওয়া যায়। শুধু তা-ই নয়, হাতে থাকা আঙুলগুলোর নড়াচড়ার গতি বেশি হওয়ায় দ্রুত কাজও করা সম্ভব। কৃত্রিম হাতটি তৈরি করেছে যুক্তরাজ্যের সিওভিভিআই। কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ নির্মাতা প্রতিষ্ঠানটির তৈরি হাতটি ব্যবহারকারীর পেশির নড়াচড়া শনাক্ত করে কাজ করতে পারে। ফলে ইচ্ছেমতো আঙুল নাড়ানোর পাশাপাশি বস্তু ধরা যায়।

আরও পড়ুন
কৃত্রিম হাতটি দিয়ে গ্লাস ধরে পানি পান করা যায়
রয়টার্স

কৃত্রিম হাতটি কাজে লাগিয়ে গ্লাসে পানি পান করার পাশাপাশি দরজাও খোলা যায়। নির্দিষ্ট স্থান থেকে ডিম তোলারও সুযোগ মিলে থাকে। তবে চাইলেই ব্যবহার করা যাবে না কৃত্রিম হাতটি। ব্যবহারকারীদের পেশির নড়াচড়া পর্যালোচনা করে কাজের ধরন বা পদ্ধতি নির্বাচন করে দিলেই কেবল ব্যবহার করা যাবে কৃত্রিম হাতটি।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন