এই ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা থাকায় সহজেই ছবি সম্পাদনা করা যায়

রেনো১২ ৫জিঅপো

দেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ‘রেনো১২ ৫জি’ মডেলের ফোন আনছে অপো। এআই ক্লিয়ার প্রযুক্তিনির্ভর ফোনটিতে পছন্দের ফ্রেম নির্বাচন করে দ্রুত ভালো মানের ছবি তোলার পাশাপাশি জেনারেটিভ এআইয়ের সাহায্যে ছবিতে থাকা ব্যক্তির চেহারা, চুলসহ বিভিন্ন অংশ দ্রুত সম্পাদনা করা যায়। শুধু তা–ই নয়, চাইলে ছবিতে কারও চোখ বন্ধ থাকলে তা-ও সম্পাদনা করে ঠিক করা যায়। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোনটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির পাশাপাশি ৮০ ওয়াটের সুপারভুক ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি থাকায় ৪৭ মিনিটেই শতভাগ চার্জ করা যায়। ফলে ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। ১২ গিগাবাইট র‍্যাম ও ৫১২ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটিতে দুই বছরের বিক্রয়োত্তর সেবাও পাওয়া যাবে। ফোনটির দাম ধরা হয়েছে ৫৯ হাজার ৯৯০ টাকা।

আরও পড়ুন

৬ দশমিক ৬৭ ইঞ্চি পর্দার ফোনটির পেছনে ৫০, ৮ ও ২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। ফলে সহজেই উন্নত রেজল্যুশনের ছবি ও ভিডিও ধারণ করা যায়। পানি ও ধুলা প্রতিরোধক হওয়ায় ফোনটি ভিজলে নষ্ট হয় না, ধুলাও জমে না। ফোনটি কেনার জন্য অগ্রিম ফরমাশ করলে উপহারও পাওয়া যাবে।