১৭০ কোটি ডলারে ‘আইরোবট’ কিনছে অ্যামাজন

‘রুম্বা রোবট ভ্যাকুয়াম’-এর নির্মাতা প্রতিষ্ঠান আইরোবট কিনছে অ্যামাজন।রয়টার্স

১৭০ কোটি ডলারের বিনিময়ে ‘রুম্বা রোবট ভ্যাকুয়াম’-এর নির্মাতা প্রতিষ্ঠান আইরোবট কেনার সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন। এরই মধ্যে আইরোবটের সঙ্গে চুক্তিও করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠানটি। বিষয়টি স্বীকার করেছেন অ্যামাজনের জ্যেষ্ঠ সহসভাপতি ডেভ লিম্প।

আরও পড়ুন
অ্যামাজন অ্যাস্ট্রো
রয়টার্স

গত বছর ‘অ্যামাজন অ্যাস্ট্রো’ নামের ঘরের নিরাপত্তায় ব্যবহার উপযোগী রোবট বাজারে আনে অ্যামাজন। ভার্চ্যুয়াল সহকারী সেবা ‘অ্যালেক্সা’ কাজে লাগিয়ে মুখের কথায় নিয়ন্ত্রণের সুযোগ থাকায় এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে রোবটটি। ফলে আইরোবট কেনার মাধ্যমে গৃহস্থালিকাজে ব্যবহার উপযোগী রোবটশিল্পে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হবে অ্যামাজন।

আরও পড়ুন

উল্লেখ্য, কারও সাহায্য ছাড়াই ঘুরে ঘুরে মেঝে থেকে ময়লা পরিষ্কার করতে পারে ‘রুম্বা রোবট ভ্যাকুয়াম’। রোবট ভ্যাকুয়ামটি তৈরির পাশাপাশি এ বছরের শুরুতে ‘আইরোবটওএস’ অপারেটিং সিস্টেমও চালু করে আইরোবট। অপারেটিং সিস্টেমটি কাজে লাগিয়ে রোবট ভ্যাকুয়ামে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা যায়।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন