বাংলাদেশে তৈরি স্মার্টফোন নিয়ে এল ওয়ানপ্লাস

দেশে তৈরি স্মার্টফোন হাতে ওয়ানপ্লাসের কর্মকর্তা ও অতিথিরাসংগৃহীত

দেশে তৈরি ‘ওয়ানপ্লাস নর্ড এন৩০ এসই ফাইভ–জি’ মডেলের স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে চীনের স্মার্টফোন প্রস্তুতকারক ওয়ানপ্লাস। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত এক অনুষ্ঠানে দেশে তৈরি স্মার্টফোনটি প্রদর্শনের সময় এ ঘোষণা দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওয়ানপ্লাস বাংলাদেশ।

বাংলাদেশে কার্যক্রম শুরুর ফলে ব্যবহারকারীদের দ্রুত বিক্রয়োত্তর সেবা দেওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ জন্য প্রথম পর্যায়ে দেশের ৩৫টি স্থানে ২২টি সার্ভিস সেন্টার ও ১৩টি সার্ভিস পয়েন্ট চালু করা হয়েছে।

অনুষ্ঠানে ওয়ানপ্লাস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেঙ্ক ওয়াং বলেন, ‘সারা বিশ্বের মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য। বাংলাদেশে যাত্রা শুরুর মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য পূরণের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলাম।’

ওয়ানপ্লাস নর্ড এন৩০ এসই ফাইভ–জি মডেলের স্মার্টফোন
ওয়ানপ্লাস

দেশে তৈরি নর্ড এন৩০ এসই ফাইভ–জি স্মার্টফোনটিতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ ৩৩ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় দ্রুত চার্জ করা যায়। ফলে চার্জ নিয়ে কোনো চিন্তা করতে হয় না। ৪ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম ধরা হয়েছে ১৫ হাজার ৯৯৯ টাকা।

ওয়ানপ্লাস নর্ড এন৩০ এসই ফাইভ–জি স্মার্টফোনটি কেনার জন্য আজ বুধবার থেকে অগ্রিম ফরমাশ (প্রি-অর্ডার) করা যাবে। ২২ মে থেকে বিভিন্ন দোকানে পাওয়া যাবে স্মার্টফোনটি। অনুষ্ঠানে ওয়ানপ্লাস বাংলাদেশের বিক্রয়োত্তর সেবা বিভাগের পরিচালক মো. রুবায়েত ফেরদৌস চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।