রং বদল করা স্মার্ট ফ্রিজ

এলজি ফ্রিজ

রং বদল করতে পারে এই ফ্রিজ। এ জন্য ফ্রিজটির পুরো শরীরে বসানো হয়েছে এলইডি লাইট প্যানেল। এলজির তৈরি ‘মুডআপ’ স্মার্ট ফ্রিজটির দেখা মিলেছে জার্মানির বার্লিনে চলা আইএফএ প্রদর্শনীতে।

ওয়াই–ফাই এবং ব্লু–টুথ প্রযুক্তিনির্ভর স্মার্ট ফ্রিজটির রং স্মার্টফোনের সাহায্যে আগে থেকেই নির্বাচন করা যায়। এ সুবিধা কাজে লাগিয়ে ফ্রিজের ওপরের দরজায় ২২ এবং নিচের দরজায় ১৯ ধরনের রং নির্বাচন করা সম্ভব। ব্লু–টুথ স্পিকার থাকায় স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে গানও শোনা যাবে ফ্রিজটিতে।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চিপযুক্ত ফ্রিজটি দরজা বন্ধ করতে ভুলে গেলে সংকেত দেওয়ার পাশাপাশি ব্যবহারকারীদের স্মার্টফোনে বার্তা পাঠিয়েও সতর্ক করে।
সূত্র: এনডিটিভি